বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (প্রকৌশলী) আসাদুজ্জামান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দরপত্র বাতিলের বিধি বহির্ভূত সিদ্ধান্ত এবং অসৎ উদ্দেশে কাজ করার অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। গত মঙ্গলবার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আসাদুজ্জামানের বরখাস্ত আদেশ দেওয়া হয়।
ঐ প্রজ্ঞাপনে বলা হয়, ‘টেন্ডার অফ সাপ্লাই ইন্সটলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব এএসওএন বেজড ডিডব্লিউডিএম ট্রান্সমিশন সিস্টেম অন টার্ন কি বেসিস’ শীর্ষক দরপত্রে সকল আবেদনকারীকে বাতিলপূর্বক পিপিআর-২০০৮ এ বর্ণিত সময়সীমা ১৫ দিন না মেনে ৫৫ দিন পরে পুনঃ দরপত্র আহবানের সিদ্ধান্ত প্রদান করেন। বিষয়টি আসাদুজ্জামানের এখতিয়ার বহির্ভূত। বিষয়টি নিয়ে ত্রুটি বিচ্যুতি সংশোধনপূর্বক পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ অনুসরণ করে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হলেও সেটি অনুসরণ করেননি এই কর্মকর্তা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমন সিদ্ধান্ত বিধি বহির্ভূত এবং অসৎ উদ্দেশে করা হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে প্রতীয়মান হয়েছে। এমন আচরণ সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর খ, অ, আ, ই, উ মোতাবেক অসদারণ যা উক্ত বিধিমালার বিধি-৩ (খ) ও (ঘ) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এমন প্রেক্ষাপটে টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (প্রকৌশলী) ও অতিরিক্তে দায়িত্বে বিটিসিএলের এমডি পদে থাকা আসাদুজ্জামান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত দায়িত্বে বিটিসিএলএর এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আসাদুজ্জামান। বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফিনান্স) আনোয়ার হোসেনকে অতিরিক্ত দায়িত্বে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিটিসিএল ওয়েবসাইট সূত্রে জানা যায়।
মন্তব্য করুন