শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকার সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছে : হিন্দু মহাজোট 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সম্মেলন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি : সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সম্মেলন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি : সংগৃহীত

সরকার সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছে- এমন মন্তব্য করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বলেছেন, দেশে শুধু ভোট এলেই ধর্মীয় সংখ্যালঘুদের গুরুত্ব বাড়ে। তিনি বলেন, একটানা অবজ্ঞা, অবহেলার মধ্যেই আছে এ দেশের ধর্মীয় সংখ্যালঘুরা। এদের গুরুত্ব শুধুই ভোটের সময়। এর আগেও না, পরেও না। যা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অপমানজনক, অমর্যাদাকর ও অবিচার।

শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়ন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশন ও প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা বলেন, সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিকভাবে উৎখাত করার জন্য নির্বাচনী অঙ্গীকারপত্রে সুস্পষ্ট ওয়াদা থাকতে হবে। কাজেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের প্রতি আমাদের জোরালো আহ্বান থাকবে, তারা যেন নির্বাচনী অঙ্গীকারপত্র তৈরির সময় জাতীয় জীবনে অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের সংবিধানের কথা মনে রাখেন।

ধর্মীয় সংখ্যালঘুরা এখন নিরাপত্তাহীন পরিবেশের মধ্যে আছে দাবি করে লিখিত বক্তব্যে মৃত্যুঞ্জয় কুমার বলেন, ‘আওয়ামী লীগ সংখ্যালঘুদের জন্য যেসব অঙ্গীকার করেছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি। বরং আমরা ধর্মীয় সংখ্যালঘুরা এখন নিরাপত্তাহীন পরিবেশের মধ্যে আছি। আওয়ামী লীগ সরকার বারবার আমাদের উপেক্ষা করার চেষ্টা করেছে।’

মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, ‘২০১৮ সালে যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগ ঘোষণা করেছিল, সে ইশতেহারে বেশ কয়েকটি ধর্মীয় সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকার ছিল। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, সমতলে আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের মতো বেশকিছু অঙ্গীকার বাস্তবায়ন হবে বলে বর্তমান প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকারি দলের পাঁচ বছর প্রায় অতিক্রম হলেও একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি।’

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলেছেন, তারাও সচেতনভাবেই হোক আর অসচেতনভাবে হোক সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন... যা কোনোভাবেই কাম্য নয়।’

কোনো বিচার না হওয়ায় প্রশ্রয় পেয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসীরা সংখ্যালঘুদের ভূ-সম্পত্তি ও বাড়িঘর দখল করে নিয়ে, দেবালয়-দেবদেবীর প্রতিমা ধ্বংস করে দিয়ে, বিভিন্নভাবে জোরপূর্বক ধর্মান্তরিত করাসহ বর্বর অত্যাচার করে সংখ্যালঘুদের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই নির্মম পরিণতি ঠেকানো সরকারের দায়িত্ব ও নৈতিক কর্তব্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে বলেও জানান জোটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১০

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১১

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১২

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৩

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৪

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৫

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৬

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৭

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৮

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৯

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

২০
X