শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকার সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছে : হিন্দু মহাজোট 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সম্মেলন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি : সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সম্মেলন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি : সংগৃহীত

সরকার সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছে- এমন মন্তব্য করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বলেছেন, দেশে শুধু ভোট এলেই ধর্মীয় সংখ্যালঘুদের গুরুত্ব বাড়ে। তিনি বলেন, একটানা অবজ্ঞা, অবহেলার মধ্যেই আছে এ দেশের ধর্মীয় সংখ্যালঘুরা। এদের গুরুত্ব শুধুই ভোটের সময়। এর আগেও না, পরেও না। যা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অপমানজনক, অমর্যাদাকর ও অবিচার।

শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়ন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশন ও প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা বলেন, সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিকভাবে উৎখাত করার জন্য নির্বাচনী অঙ্গীকারপত্রে সুস্পষ্ট ওয়াদা থাকতে হবে। কাজেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের প্রতি আমাদের জোরালো আহ্বান থাকবে, তারা যেন নির্বাচনী অঙ্গীকারপত্র তৈরির সময় জাতীয় জীবনে অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের সংবিধানের কথা মনে রাখেন।

ধর্মীয় সংখ্যালঘুরা এখন নিরাপত্তাহীন পরিবেশের মধ্যে আছে দাবি করে লিখিত বক্তব্যে মৃত্যুঞ্জয় কুমার বলেন, ‘আওয়ামী লীগ সংখ্যালঘুদের জন্য যেসব অঙ্গীকার করেছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি। বরং আমরা ধর্মীয় সংখ্যালঘুরা এখন নিরাপত্তাহীন পরিবেশের মধ্যে আছি। আওয়ামী লীগ সরকার বারবার আমাদের উপেক্ষা করার চেষ্টা করেছে।’

মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, ‘২০১৮ সালে যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগ ঘোষণা করেছিল, সে ইশতেহারে বেশ কয়েকটি ধর্মীয় সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকার ছিল। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, সমতলে আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের মতো বেশকিছু অঙ্গীকার বাস্তবায়ন হবে বলে বর্তমান প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকারি দলের পাঁচ বছর প্রায় অতিক্রম হলেও একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি।’

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলেছেন, তারাও সচেতনভাবেই হোক আর অসচেতনভাবে হোক সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন... যা কোনোভাবেই কাম্য নয়।’

কোনো বিচার না হওয়ায় প্রশ্রয় পেয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসীরা সংখ্যালঘুদের ভূ-সম্পত্তি ও বাড়িঘর দখল করে নিয়ে, দেবালয়-দেবদেবীর প্রতিমা ধ্বংস করে দিয়ে, বিভিন্নভাবে জোরপূর্বক ধর্মান্তরিত করাসহ বর্বর অত্যাচার করে সংখ্যালঘুদের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই নির্মম পরিণতি ঠেকানো সরকারের দায়িত্ব ও নৈতিক কর্তব্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে বলেও জানান জোটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১০

কর্ণফুলীর তীরে নতুন আশা

১১

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১২

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৩

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৪

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৫

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

১৬

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

১৭

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরে কারাদণ্ড

১৮

ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!

১৯

ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্য আটক

২০
X