কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

জেলায় জেলায় ভোটকেন্দ্রে আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকাল ৮ টা থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপি ছাড়াও দলটির যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন শরিক দল এবং সিপিবি, বাম জোটসহ কয়েকটি বামপন্থী দল। গত ২৪ ঘন্টায় শনিবার রাত ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা যায়, দেশের অন্তত ২২ জেলায় ৪১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪ জেলার ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

একই সময় চার জেলায় চার নির্বাচনী ক্যাম্প ও দুই ব্যবসাপ্রতিষ্ঠান, সাত জেলায় ১১টি যানবাহন ও তিন জেলায় অন্তত তিনটি স্থাপনায় (ভোটকেন্দ্র নয় এমন বিদ্যালয়) আগুন লাগানো হয়েছে। এ ছাড়া দুই জেলায় ভাঙচুর করা হয়েছে ২২টির মতো যানবাহন।

ভোটকেন্দ্রে আগুন:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এসব ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। কেন্দ্রগুলো হলো ডাউকি প্রাথমিক বিদ্যালয়, দুরচাপুর প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় প্রাথমিক বিদ্যালয় ও দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়। তবে কেন্দুয়ার ইউএনও সেলিম মিঞা তিনটি কেন্দ্রে অগ্নিসংযোগের কথা নিশ্চিত করেছেন।

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে তিনটি ও শিকারপুর ইউনিয়নে একটি কেন্দ্রে শনিবার সকালে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ভোটকেন্দ্রগুলো হলো বামরাইল ইউনিয়নের ধামসার প্রাথমিক বিদ্যালয়, সানুহার মাধ্যমিক বিদ্যালয়, হস্তিশুন্ড প্রাথমিক বিদ্যালয় ও শিকারপুর ইউনিয়নের মুণ্ডুপাশা প্রাথমিক বিদ্যালয়। উজিরপুর থানার পরিদর্শক মো. তৌহীদুজ্জামান বলেন, নিরাপত্তাকর্মীদের কারণে কেন্দ্রগুলোর তেমন ক্ষতি হয়নি। কেন্দ্রে পাহারা জোরদার করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলায় দুই ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নান্দাইলে শনিবার ভোরে ৭১ নম্বর হরিপুর প্রাথমিক বিদ্যালয় ও গফরগাঁওয়ে শুক্রবার ভোররাতে পড়শীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়।

গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। গাজীপুর মহানগরের বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, পূর্ব চান্দনা বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে গেছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ধলাইরপাড় প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার মধ্যরাতে কে বা কারা আগুন দেয়। এতে কেন্দ্রের আসবাব পুড়ে গেছে। চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় বিএনপির সাবেক এক নেতাকে আটক করা হয়েছে।

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র শনিবার ভোরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, দোষী ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

টাঙ্গাইল পৌরসভার কান্দিলা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনে শনিবার সকালে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষতি হয়নি।

শেরপুর সদর উপজেলার মির্জাপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভান্ডারকক্ষে (স্টোররুম) শনিবার সকালে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। সদর থানার ওসি এমদাদুল হক বলেন, এটি নাশকতা কি না, তদন্ত করে দেখা হচ্ছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরমোহন সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে শুক্রবার দিবাগত রাতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, নাশকতার উদ্দেশ্যে কোনো পক্ষ কেন্দ্রে আগুন দিয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার রাতে আগুন লাগানো হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন এসে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন।

খুলনার রূপসা উপজেলার বাগমারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার রাতে আগুন লাগানো হয়। রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবীর বলেন, নৈশপ্রহরীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভান।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গড়াকাটা প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার গভীর রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার মধ্যরাতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার আবদুল মান্নান গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার রাতে আগুন লাগানো হয়। পুলিশ জানায়, এতে কেন্দ্রের বড় ধরনের ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১২

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৩

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৪

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৫

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৬

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৭

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৮

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৯

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

২০
X