কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৯:০৬ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নভেম্বরে থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠেয় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার (৬ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে দুপুরে সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব এশিয়া) সৌরভ কুমারের সঙ্গে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্র সচিব। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মার্কিন প্রতিনিধিদের ঢাকা সফরের আগে সৌরভ কুমারের সফরের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বলেন, বিমসটেকের পরবর্তী মহাসচিব হবে ভারত এবং বাংলাদেশ হবে চেয়ারম্যান। আর নভেম্বরের শীর্ষ সম্মেলন সামনে রেখে আগামী ১৭ জুলাই ব্যাংককে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। ওই বৈঠকের প্রস্তুতিসহ বিমসটেককে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য ভারতীয় সচিব ঢাকায় এসেছেন।

তিনি আরও বলেন, ভারতের সচিব আসলেন তার সঙ্গে মার্কিন প্রতিনিধিদল আসছেন, বিষয়টা এ রকম না। একটা দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সিরিজ অব সফর হয়। সফরসূচিও নির্ধারণ হয়েছে আগেই। একই সময়ে তিনটা-চারটা ডেলিগেশন আসছে, এর মানে এই নয় যে প্রত্যেকটা ডেলিগেশন অরগানাইজ করে বা কোঅরডিনেট করে করছে। এগুলো একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই।

প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিমসটেক ঘিরে বাংলাদেশ ও ভারতের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, বিমসটেকে বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ এবং ভারত নিরাপত্তা ইস্যুতে কাজ করছে। বিমসটেকে সড়ক ও রেলের বাইরে বিদ্যুৎ গ্রিড কানেক্টিভিটি বৃদ্ধির পাশাপাশি মানিলন্ডারিং, ড্রাগ ট্রাফিকিং প্রতিরোধে সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে সচিব জানান, বিমসটেক মহাসচিব তেনজিন লেকফেলের মায়ের মৃত্যুর কারণে তিনি ঢাকায় নেই।

এর আগে বৃহস্পতিবার সকালে সৌরভ কুমার ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক কাজী রকিবুল হক। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

দুপুরে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় সচিবের সঙ্গে বৈঠকে যোগ দেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনশেন কুয়েৎসিল ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। শুক্রবার (৭ জুলাই) সকালে ভারতীয় সচিব ঢাকা ছাড়বেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা বদলে যাবে, যা যুক্ত হবে

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ

জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

বাবাকে নিয়ে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

১০

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

১১

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

১২

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৩

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

১৪

চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ

১৫

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

১৬

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

১৭

মির্জা ফখরুলের জন্মদিন আজ

১৮

সাড়ে ৩০০ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরিডুবি

১৯

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

২০
X