বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের (অতিরিক্ত সচিব) সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিমানের এমডি ও সিইও বলাকায় রাষ্ট্রদূতকে স্বাগত জানান। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার কানাডার সঙ্গে কোড শেয়ার চুক্তি, এসপিএ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ইঞ্জিনিয়ারদের ট্রেনিং, ফারইস্ট বিশেষ করে জাপানের নারিতা হয়ে কানাডায় বিমান এর কানেক্টিভিটি বাড়ানোর ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কানাডিয়ান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন