স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেশের ক্রিকেট অঙ্গনে যে উত্তেজনা তৈরি হয়েছে, সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংগঠনটি।

বিশ্বকাপ ইস্যুতে তামিমের মন্তব্যের পর বিসিবির পরিচালক এম. নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তাকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেন। সেই মন্তব্য ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। শুক্রবার (৯ জানুয়ারি) দিনভর একাধিক জাতীয় দলের ক্রিকেটার—রুবেল হোসেন, শামসুর রহমান ও তাসকিন আহমেদ—নিজ নিজ অবস্থান সামাজিক মাধ্যমে তুলে ধরেন।

এর ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনে কথা বলেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, কোয়াবের মূল দায়িত্ব হলো ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণ করা। তার অভিযোগ, খেলোয়াড়দের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে কথা উঠলেই সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।

মিঠুনের ভাষায়, “ক্রিকেটাররা যখন ভবিষ্যৎ ও পেশাগত স্বার্থের কথা বলেন, তখন সেটিকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এতে সমস্যার মূল জায়গা আড়ালে চলে যাচ্ছে।”

এর আগে এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছিলেন, দর্শকরা আবেগের বশে অনেক কিছু বলতে পারেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগ নয়—দূরদর্শিতাই হওয়া উচিত মুখ্য। তাঁর মতে, আজ নেওয়া একটি সিদ্ধান্ত আগামী এক দশকে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ওপর কী প্রভাব ফেলবে, সেটি ভেবেই বড় সিদ্ধান্ত নিতে হয়।

তামিম আরও জোর দিয়ে বলেন, যে সিদ্ধান্তই হোক না কেন, দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।

কোয়াবের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো—সংগঠনটি চায় বিতর্কের বাইরে গিয়ে ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মূল আলোচনায় ফিরে যেতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর ‘কড়া নজর’ রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শহীদ সৈকতের বাড়ি থেকে প্রচারণার দ্বিতীয় দিন শুরু ববি হাজ্জাজের

ধর্মের অপব্যবহার ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান : আমিনুল হক

হেলিকপ্টারে চড়ে বিপিএলের ট্রফি নামাবেন আকবর-সালমা

শীত শেষ না হতেই সবজির বাজারে উত্তাপ

দুপুরে খাবার পরে ঘুম পায়? কোনো রোগ নয় তো

২ দিন গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

টিম লিড পদে নিয়োগ দেবে দারাজ

ফিন্যান্স বিভাগে নগদে চাকরির সুযোগ

ঢাকা-১৭ আসনের বিএনপি জনসভার সময় পরিবর্তন 

১০

একজন দিল্লি গেছে, আরেকজন কিছু হলেই পিন্ডি যায় : তারেক রহমান

১১

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন / জামায়াতের ‘বন্ধু’ হতে চায় যুক্তরাষ্ট্র

১২

এসএমসি-তে নিয়োগ বিজ্ঞপ্তি

১৩

শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম

১৫

আইসিসিকে আবারও চিঠি দিল বিসিবি, যা আছে তাতে

১৬

ফ্যাসিবাদী ব্যবস্থার পর ক্ষমতার কাঠামো বদলাতে এই নির্বাচন : নাহিদ 

১৭

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৮

অর্থ পুরস্কারের পাশাপাশি প্লট পাচ্ছেন সেনেগালের ফুটবলাররা

১৯

জাপানে সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

২০
X