কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:৩৯ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

অসুস্থ, অসচ্ছল ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
অসুস্থ, অসচ্ছল ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সাংবাদিকদের সুখবর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা যাতে কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারেন সে ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার।

তিনি বলেন, ‘সাংবাদিকদের আবাসন প্রকল্পের বিশেষ উদ্যোগ নিয়েছি। এর মধ্যে অনেককেই প্লট দেওয়া হয়েছে, আবার অনেকে পেয়ে বিক্রিও করেছে। ওইভাবে না দিয়ে, সরকারিভাবে অনেক ফ্ল্যাট আমরা তৈরি করেছি। সেটা আপনি কিছু টাকা জমা দিয়ে কোনটা ১৬ বছর, কোনটা ২৬ বছর পর্যন্ত কিন্তু আস্তে আস্তে টাকাটা শোধ দেওয়া যায়। এবং এক সময় মালিক হওয়া যায়। সেই ভাবে আমরা কিন্তু অনেক ফ্ল্যাট তৈরি করেছি, এটা যদি সাংবাদিকরা চান আমরা কিন্তু আপনাদের জন্য তা ব্যবস্থা করতে পারি।’

সোমবার (১০ জুলাই) সকালে গণভবনে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত-নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘সাংবাদিকদের বলবো যে, তারা যদি এই ফ্ল্যাট কিনতে চান, সরকারি ফ্ল্যাট যেগুলো আমরা তৈরি করেছি, সেগুলো আমরা বিক্রি করছি। ন্যাপ সম্মেলনের জন্য যখন আমরা ফ্ল্যাট তৈরি করি, তখনি আমার একটা লক্ষ্য ছিল যে, আমাদের সম্মেলনগুলি হওয়ার পরে সেখানে আমরা আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আসলে তাদের তো কোনো চাকরির স্থায়িত্ব থাকে না। তারা হয়তো বয়োবৃদ্ধ হয়ে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে, তখন কি করে চলবে। তার কোনো নির্দিষ্ট কোনো সুযোগই থাকে না। সরকারি চাকরি যারা করে তারা তো অবসর ভাতা পায়। যেমন আমাদের রাজনীতিবিদদের জন্য কিছু থাকে না আবার সাংবাদিকদেরও কিছু থাকে না। এটা বাস্তবতা। আমি জানি না, এতদিন চিন্তা হয়নি। এখন চিন্তা হয়। আমি চলবো কিভাবে, যদি ব্যবসা বাণিজ্য করতাম সেটা আলাদা কথা। যারা ব্যবসা করে তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমরা যারা ব্যবসা করি না বা কিছুই করি না, আমরা কিভাবে চলবো, কোথায় থাকবো। এখন গণভবনে আছি ভালো কথা, এখান থেকে যেয়ে উঠবো কোথায়। সে জায়গা টা তো নেই। এটা তো বাস্তবতা। তো যাই হোক, আমি নিজের জন্য চিন্তা করি না। কিন্তু আমি সবার জন্যই ভাবি।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের বলবো, যদি কেউ এ রকম ফ্ল্যাট কিনতে চান, এটা আপনি কিস্তিতে দেবেন। প্রথমে সামান্য একটু দিলে বাকিটা কিস্তিতে দেওয়া যাবে। সেভাবে আমরা কিন্তু ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি। যদি আপনারা নিজেরা করতে চান, একটা জায়গা নির্দিষ্ট করে দিলাম, যেখানে আপনারা ঘর করে নিতে পারবেন। কিন্তু সহজ হয় ওটাই যে কিস্তিতে একটা ফ্ল্যাট নিলে স্থায়ী আবাসনের একটা ব্যবস্থা হয়।’

ইলেক্ট্রনিক মিডিয়াকে ওয়েজবোর্ডের আওতায় আনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মচারী, প্রেস শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে আমরা ওয়েজবোর্ডও কার্যকর করেছি। যেহেতু এখন বেসরকারি খাতটাই সব, এটা নির্ভর করে অনেকটা মালিকদের ওপর। তারপরেও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরও ওয়েজবোর্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এবং খুব শিগগিরই এটা বাস্তবায়ন করা হবে। আর আপনাদের কল্যাণে গণমাধ্যমকর্মী চাকরি শর্তাবলী আইন সেটাও আমরা প্রণয়ন করে দিবো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার আদালতে ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস

আ.লীগ নেতার হিমাগারে সেফটি পিন ফুটিয়ে তিন ভাইবোনকে নির্মম নির্যাতন

ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের হস্তক্ষেপের প্রমাণ আছে : আমিনুল হক

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ স্টাফ কারাগারে

ধান গবেষণা ইনস্টিটিউটে কাজের সুযোগ, আবেদন যেভাবে

পাকিস্তানের কাছে উন্নত ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানে অলআউট বাংলাদেশ

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি বুবলীসহ ১৭ জন রিমান্ডে

ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা শামীমা ও সহযোগী গ্রেপ্তার

১০

বেনাপোল কাস্টর্মসের সাবেক কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা

১১

নখকুনি কেন হয়? ঘরোয়া উপায়ে সারাবেন যেভাবে

১২

১৮ জেলায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসই টেক ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

১৪

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

১৫

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

১৬

আপনার মোবাইল দিয়েই করুন টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন

১৭

১৯ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় ২০ হাজার মানুষ

১৮

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোটি

১৯

লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ

২০
X