সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার ছোট পাইককান্দি গ্রামে। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক লায়েকুজ্জামান জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন। তিনি ফরিদপুর জার্নালিস্ট ফোরাম, ঢাকার (এফজেএফডি) প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।
মুক্তিযুদ্ধকালীন দুই বাংলার ২৮ শীর্ষ ছাত্রনেতার সাক্ষাৎকার নিয়ে ‘অজানা ১৯৭১’ বইটি লেখক ছিলেন লায়েকুজ্জামান। তিনি রূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে এফজেএফডির সভাপতি ইসারফ হোসেন ও সাধারণ সম্পাদক আলী আজম এবং ফরিদপুর প্রেস ক্লাবের আহ্বায়ক প্রফেসর মো. শাহজাহান ও সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মন্তব্য করুন