কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণ বিধিমালা না মানায় অগ্নিকাণ্ডে এত হতাহত : মেয়র তাপস

বেইলি রোডের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলছেন শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
বেইলি রোডের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলছেন শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

ইমারত নির্মাণ বিধিমালা না মানায় বেইলি রোডের অগ্নিকাণ্ডে অনেক মানুষ নিহত হয়েছে এবং অনেককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১ মার্চ) দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগী এবং পরবর্তীতে বেইলি রোডের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ তাপস বলেন, ‘প্রাথমিক পরিদর্শন এবং তথ্য থেকে আমরা যতটুকু জানতে ও দেখতে পেয়েছি, এই ভবন নির্মাণে অনেক গাফিলতি করা হয়েছে। এই ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা, বিএমডিসি কোডে যে নির্ণায়কগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়েছে। আমরা পরিদর্শনে দেখলাম, ১০ তলা ভবন হওয়া সত্ত্বেও মাত্র একটি সিঁড়ি রয়েছে এবং সেই সিঁড়িটাও নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রশস্ত না। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী পাঁচ তলার উপরে ভবন হলেই একটি ভবনে দুটো সিঁড়ি থাকতেই হবে এবং একটি সিঁড়ি জরুরি সাড়া প্রদানের জন্য নির্ধারিত থাকবে। অগ্নিকাণ্ড, ভূমিধসসহ যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগকালে সেটি ব্যবহৃত হবে। কিন্তু এই ভবনে তা মানা হয়নি বলেই অগ্নিকাণ্ডে এত হতাহত হয়েছে।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সরকারের কাছে প্রেরিত ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণ বিধিমালা দ্রুত অনুমোদন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

তিনি বলেন, ‘এ ধরনের ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে ইমারত নির্মাণ বিধিমালা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন এবং পরিপালন একান্ত আবশ্যক। বিগত বছরগুলোতে যে দুর্যোগগুলো হয়েছে সেগুলোর আলোকে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়া প্রদানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি খসড়া নীতিমালা প্রণয়ন করছে। তা ছাড়া ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণে সিটি করপোরেশনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে আমরা একটি নীতিমালা সরকারের কাছে প্রেরণ করেছি। সেটি নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় চলছে। আমরা আশা করব, সরকার দ্রুত এই নীতিমালাটির অনুমোদন দেবে।’

এর আগে মেয়র বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। এছাড়াও এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, কাউন্সিলরদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন আহমেদ রতন, ১৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশার, ১৩ নম্বর ওয়ার্ডের এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ডের সুলতান মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম ভাট্টি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদ্রাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বিমানবন্দর এলাকায় পুলিশ-সেনার কঠোর নিরাপত্তাব্যবস্থা

দুর্ঘটনার কবলে ভর্তি পরীক্ষার্থীদের বাস, আহত ৭ 

খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল

ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী 

১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সহজ করবে : মির্জা ফখরুল

ময়মনসিংহে ৬ থানার ওসিকে একযোগে বদলি

যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

মহড়ার আগেই ডুবে গেল যুদ্ধজাহাজ

১০

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

১১

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যেসব পথে থাকবেন নেতাকর্মীরা

১২

ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ

১৩

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৪

চোরাই অটোরিকশা বিক্রি করতে গিয়ে ধরা চক্রের ৪ সদস্য

১৫

পতাকা হাতে খালেদা জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত নেতাকর্মীরা

১৬

রাজধানীতে যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

১৭

ধুলোয় দমবন্ধ অবস্থা, ইরাকে শত শত মানুষ হাসপাতালে

১৮

আজ এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি

১৯

একযোগে বিমান হামলা / ইসরায়েলের টার্গেটে তিন দেশ

২০
X