আতাউর রহমান, (নেপোলি) ইতালি থেকে
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-রোম ফ্লাইট

শিডিউল ঠিক রাখার অনুরোধ নেপোলির প্রবাসীদের

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা রুটে চালু হওয়া ফ্লাইটের শিডিউল (সময়সূচি) ঠিক রাখার অনুরোধ জানিয়েছেন ইতালির নেপোলি শহরের বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তারা বলেছেন, সময়সূচি ঠিক রেখে সর্বোচ্চ যাত্রীসেবা ঠিক রাখতে পারলে এই রুটে বিমানের ফ্লাইট জনপ্রিয় হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন রুটের বিষয়ে তথ্য দিতে ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি প্রবাসী ও কমিউনিটি নেতাদের সঙ্গে কর্মকর্তারা মতবিনিময় করে চলেছেন। ২৯ মার্চ শুক্রবার নেপোলি শহরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম-ঢাকা ফ্লাইটের প্রচার উপলক্ষে নেপোলি শহরের প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

নেপোলি সেন্টারের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সেলিম খান কালবেলাকে বলেন, তারা কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন। কষ্টার্জিত এই মুদ্রার সবটুকু বাংলাদেশে পাঠাতে চান তারা। সেক্ষেত্রে ঢাকা টু রোম রুটে নতুন চালু হওয়া বিমানে যাতায়াত করলে দেশে যাবে টাকা। এক্ষেত্রে বিমানকে প্রবাসী যাত্রীদের বিষয়ে আন্তরিক হতে হবে। শিডিউল ঠিক রেখে ফ্লাইট চালাতে হবে। তাহলেই প্রবাসীরা বিমানের ফ্লাইটে যাতায়াত করতে আগ্রহী হবেন।

নেপোলি পম্পে এলাকার প্রবাসী নুরুল হক বলেন, তারা চান বাংলাদেশের পতাকাবাহী বিমানে যাতায়াত করতে। সেক্ষেত্রে বিমানকে আন্তর্জাতিক ফ্লাইটে অন্যান্য এয়ারলাইন্সের মতোই যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। তাহলে প্রবাসীরাও আগ্রহী হয়ে উঠবেন।

বিমান কর্মকর্তারা প্রবাসীদের কথা ধৈর্যসহকারে শোনেন। তাদের আশ্বস্ত করা হয় যে, ফ্লাইটে সর্বোচ্চ সেবা দিতে তারা প্রস্তুত রয়েছেন। নির্ধারিত সময়েই ফ্লাইটগুলো পরিচালিত হবে। নিয়মকানুন এবং যাত্রীসেবায় তারা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মান বজায় রেখে সর্বোচ্চটা দিচ্ছেন।

তারা বলছেন, বিমানের ঢাকা-রোম ফ্লাইট সরাসরি হওয়ায় যাত্রীদের ট্রানজিট ভোগান্তিতে পড়তে হবে না। আগে ট্রানজিটের কারণে ১৫ থেকে ১৬ ঘণ্টা লাগত দেশে যেতে। কিন্তু বিমান সরাসরি ফ্লাইট চালু করায় মাত্র সাড়ে ৯ ঘণ্টা থেকে ১০ ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো যাবে।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সংরক্ষিত আসনের এমপি ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের যাত্রী বাড়ানো এবং প্রচারের জন্য প্রবাসীদের কাছে বিশেষ অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে নেপোলি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে জনসংযোগ করা হয়, তাদের মাঝে লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়।

এ সময় প্রবাসী বাংলাদেশিরা জানান, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু করাতে অত্যন্ত আনন্দিত। তারা আরও জানান যে, নেপোলির প্রবাসী বাংলাদেশিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করার বিষয়ে নিজ নিজ স্থান থেকে প্রবাসীদের উৎসাহী করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিতে হেরে বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

আগুনে পুড়ে ছাই আড়াই হাজার মুরগির বাচ্চা

কলেজে শিক্ষার্থীদের টিকটক ভিডিও, মোবাইল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

তাইওয়ান ইস্যুতে জাপানের বক্তব্য, পাল্টা অবস্থান চীনের

পানি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

ভূমিকম্প / বুয়েট বিশেষজ্ঞের সমন্বয়ে ঢাবিতে হল পরিদর্শন শুরু

কংক্রিট নির্ভর উন্নয়ন ঢাকাকে অনিরাপদ করেছে : পরিবেশ উপদেষ্টা

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

১০

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

১১

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

১২

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

১৩

বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি দিদারুল

১৪

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

১৫

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

১৬

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

১৭

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

১৮

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১৯

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

২০
X