বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য হলেন ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী। এরই মধ্যে সংগঠনটির ২০২৪-২৫ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সভাকক্ষে এই অভিষেক অনুষ্ঠান হয়।
ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান ও ঢাকাস্থ সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক-১। এ ছাড়া ডা. আশীষ দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও বৃত্তিমূলক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত রয়েছেন।
মন্তব্য করুন