কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

মেয়াদোত্তীর্ণ নৌযান ও নদী দখল-দূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ুন : পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে নোঙর ট্রাস্ট আয়োজিত ঢাকা নদী সম্মেলনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সৌজন্য
জাতীয় প্রেস ক্লাবে নোঙর ট্রাস্ট আয়োজিত ঢাকা নদী সম্মেলনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সৌজন্য

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মেয়াদোত্তীর্ণ নৌপরিবহন এবং অতি মুনাফালোভী মালিকদের অতিরিক্ত যাত্রী বহনই নৌ দুর্ঘটনার জন্য দায়ী।

এ ছাড়াও সেই সঙ্গে বালু-খেকো, নদী-খেকোসহ যারা শিল্পকারখানার বর্জ্য কেমিক্যাল পদার্থ নদীতে ঢেলে দেয় তারা দেশ ও সমাজের শত্রু, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেন পরিবেশবিদ হাছান।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে নদী ও পরিবেশ রক্ষায় ব্রতী সংগঠন ‘নোঙর ট্রাস্ট’ আয়োজিত ঢাকা নদী সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভায় দেশের নৌপথে নিহত সব শহীদ স্মরণে ২৩ মে -কে জাতীয় নদী দিবস ঘোষণার দাবি জানানো হয়।

মন্ত্রী বলেন- আমাদের নদ-নদী দেশের প্রাণবাহী শিরা-উপশিরার ন্যায়, দেশের পরিবেশ-প্রকৃতি রক্ষায় নদীরক্ষার বিকল্প নেই। তাই নদীকে ভালোবাসুন, নদীরক্ষায় ব্রতী হোন।

নদী দখলের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের প্রথম পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত এক দশক দায়িত্বপালনকারী হাছান মাহমুদ বলেন, ‘বিত্তের ক্ষমতা অনেক সময় পদের ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করে। বিত্তবান আবার নিজেদের সুবিধার জন্য মিডিয়া লালন করে। ক্ষমতাবানরা নদী দখল করে। বুড়িগঙ্গা নদীর দুপাশে পাড় বাঁধাই করা হয়েছে, ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবুও বুড়িগঙ্গা দখল হচ্ছে।’

আঞ্চলিক নদী সহযোগিতা বিষয়েও আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নদী রক্ষা এবং সুষম পানি বণ্টনে আরও সমন্বয়, প্রচেষ্টা ও আঞ্চলিক উদ্যোগ দরকার ছিল। সুষমভাবে পানি বণ্টন নিশ্চিত করার জন্য আঞ্চলিক পদক্ষেপ প্রয়োজন। একটি আঞ্চলিক সহযোগিতা দাঁড় করানো গেলে সবার উপকার হবে। আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন বা অববাহিকা নিয়ে একটি আঞ্চলিক সহযোগিতার ফোরাম খুব প্রয়োজন।

নোঙর ট্রাস্ট চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মো. আওলাদ হোসেন, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, রিভারাইন পিপল সংগঠনের মহাসচিব শেখ রোকন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

২০০৪ সালের ২৩ মে একই রাতে মেঘনা নদীতে এমভি লাইটিং সান, এমভি দিগন্ত ও এমভি মজলিশপুর তিন জাহাজডুবিতে ব্যাপক প্রাণহানি ও গত ৫৩ বছরে দেশে নৌ দুর্ঘটনায় সব নিহতের স্মরণে নদী ও নদী নিরাপত্তার শপথে ২৩ মে জাতীয় নদী দিবস ঘোষণার জন্য ‘নোঙর’ উত্থাপিত দীর্ঘদিনের দাবির সঙ্গে একাত্মতা জানান। নোঙর ট্রাস্ট চেয়ারম্যান সুমন শামস জানান, ২০০৪ সালের ২৩ মে জাহাজডুবিতে তার মা আছিয়া খাতুন মেঘনার তলদেশে চিরনিদ্রিত। এ দিনটিকে ‘নোঙর’ জাতীয় নদী দিবস পালন অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে দুই দেশ একসঙ্গে কাজ করছে।

মন্ত্রী বলেন, আমাদের মিশন পুরো বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। যেহেতু তদন্তাধীন বিষয়, তাই এ নিয়ে বেশি কিছু বলা সমীচীন নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক একক মুদ্রা চালুর প্রস্তাব দিল ইরান

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে অপপ্রচারের প্রতিবাদ সংখ্যালঘু ঐক্যমোর্চার 

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কা

গ্রোকিপিডিয়া চালু করলেন ইলন মাস্ক

উইটনে ‘ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’

আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন

পাকিস্তান-আফগানিস্তান  / সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা

ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় যাদের নাম

নাইটহুড সম্মাননা পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার

১০

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি রিজওয়ানের

১১

বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন

১২

সাভারে বিশ্ববিদ্যালয় সংঘর্ষে তদন্ত কমিটি, থানায় অভিযোগ দায়ের

১৩

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

১৪

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

১৫

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ

১৬

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক স্পষ্ট করলেন গোলাম পরওয়ার

১৭

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

১৮

হোমনায় আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

২০
X