কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখছে মেগা উন্নয়ন প্রকল্প’

জাতীয় গণমাধ্যমে ইনস্টিটিউট সম্মেলন কক্ষে সেমিনারে আলোচকরা। ছবি : সংগৃহীত
জাতীয় গণমাধ্যমে ইনস্টিটিউট সম্মেলন কক্ষে সেমিনারে আলোচকরা। ছবি : সংগৃহীত

‘এসডিজির লক্ষ্যসমূহ বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে দেশের মেগা উন্নয়ন প্রকল্প। কেননা এসব প্রকল্প বাস্তবায়নের ফলে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সহজ যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হচ্ছে। ফলে গ্রাম শহরের মধ্যে বৈষম্য দূর হচ্ছে।

তারা বলেন, অবকাঠামোগতভাবে একটি দেশ যত বেশি অগ্রগতি অর্জন করবে, ততই অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। উন্নত অর্থনীতি ও জোরালো গণতান্ত্রিক চর্চায় অবাধ তথ্যের প্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তথ্য অধিকার আইনের বাস্তবায়ন হলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে।

রোববার (২ জুন) রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যমে ইনস্টিটিউট সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) ৩০ জন সদস্য এই সেমিনারে অংশ নেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক এ, কে, এম আজিজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আসাদুজ্জামান, বিবিএসের উপপরিচালক মো. আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নত অর্থনীতি ও জোড়ালো গণতান্ত্রিক চর্চায় অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। তাহলেই স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করা সম্ভব। যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তবে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে। এছাড়া এসডিজি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উন্নত অর্থনীতি, জোরালো গণতান্ত্রিক চর্চা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, জনগণ ও গণমাধ্যমের আন্তঃসম্পর্ক অত্যন্ত জরুরি। জনগণ ও গণমাধ্যম যদি বাধাহীন মত প্রকাশের সুযোগ পায় তবে সরকারের গ্রহণযোগ্যতা ও আস্থা বৃদ্ধি পাবে এবং এসডিজির লক্ষ্যগুলো অর্জন সহজতর হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, এসডিজি-১৬ নম্বর লক্ষ্য হচ্ছে- টেকসই উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার প্রচলন। অর্থাৎ সকলের জন্য ন্যয় বিচারপ্রাপ্তির পথ সুগম করা এবং সকল স্তরে কার্যকর, জবাবদিহিতাময় ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ। এখানেই সাংবাদিকদের ভূমিকা রাখার ব্যাপক সুযোগ রয়েছে। কেননা তাদের একটি প্রতিবেদন সমাজ বদলে দিতে পারে। যেমন বাংলাদেশে পোলিও টিকার যে সাফল্য এর পেছনে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।

সেমিনারের উদ্দেশ্য তুলে ধরে সভাপতি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার, দুর্নীতি হ্রাস এবং সকল পর্যায়ে কার্যকর জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে গণমাধ্যম এসডিজি'র অভীষ্ট লক্ষ্যসমূহ অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আসাদুজ্জামান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ এবং ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ- ডিজেএফবির সভাপতি হাদিম-উজ-জামান ও সহসভাপতি সাহানোয়ার সাইদ শাহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

১০

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১১

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১২

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১৩

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৪

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৫

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৬

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৭

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৮

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৯

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

২০
X