কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘এসডিজি বাস্তবায়নে ভূমিকা রাখছে মেগা উন্নয়ন প্রকল্প’

জাতীয় গণমাধ্যমে ইনস্টিটিউট সম্মেলন কক্ষে সেমিনারে আলোচকরা। ছবি : সংগৃহীত
জাতীয় গণমাধ্যমে ইনস্টিটিউট সম্মেলন কক্ষে সেমিনারে আলোচকরা। ছবি : সংগৃহীত

‘এসডিজির লক্ষ্যসমূহ বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে দেশের মেগা উন্নয়ন প্রকল্প। কেননা এসব প্রকল্প বাস্তবায়নের ফলে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সহজ যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হচ্ছে। ফলে গ্রাম শহরের মধ্যে বৈষম্য দূর হচ্ছে।

তারা বলেন, অবকাঠামোগতভাবে একটি দেশ যত বেশি অগ্রগতি অর্জন করবে, ততই অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। উন্নত অর্থনীতি ও জোরালো গণতান্ত্রিক চর্চায় অবাধ তথ্যের প্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তথ্য অধিকার আইনের বাস্তবায়ন হলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে।

রোববার (২ জুন) রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যমে ইনস্টিটিউট সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) ৩০ জন সদস্য এই সেমিনারে অংশ নেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক এ, কে, এম আজিজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আসাদুজ্জামান, বিবিএসের উপপরিচালক মো. আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নত অর্থনীতি ও জোড়ালো গণতান্ত্রিক চর্চায় অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। তাহলেই স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করা সম্ভব। যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তবে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে। এছাড়া এসডিজি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উন্নত অর্থনীতি, জোরালো গণতান্ত্রিক চর্চা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, জনগণ ও গণমাধ্যমের আন্তঃসম্পর্ক অত্যন্ত জরুরি। জনগণ ও গণমাধ্যম যদি বাধাহীন মত প্রকাশের সুযোগ পায় তবে সরকারের গ্রহণযোগ্যতা ও আস্থা বৃদ্ধি পাবে এবং এসডিজির লক্ষ্যগুলো অর্জন সহজতর হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, এসডিজি-১৬ নম্বর লক্ষ্য হচ্ছে- টেকসই উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার প্রচলন। অর্থাৎ সকলের জন্য ন্যয় বিচারপ্রাপ্তির পথ সুগম করা এবং সকল স্তরে কার্যকর, জবাবদিহিতাময় ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ। এখানেই সাংবাদিকদের ভূমিকা রাখার ব্যাপক সুযোগ রয়েছে। কেননা তাদের একটি প্রতিবেদন সমাজ বদলে দিতে পারে। যেমন বাংলাদেশে পোলিও টিকার যে সাফল্য এর পেছনে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।

সেমিনারের উদ্দেশ্য তুলে ধরে সভাপতি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার, দুর্নীতি হ্রাস এবং সকল পর্যায়ে কার্যকর জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে গণমাধ্যম এসডিজি'র অভীষ্ট লক্ষ্যসমূহ অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আসাদুজ্জামান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ এবং ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ- ডিজেএফবির সভাপতি হাদিম-উজ-জামান ও সহসভাপতি সাহানোয়ার সাইদ শাহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সদস্য আহত

ইরানের সঙ্গে বসছে ইউরোপের তিন শক্তি

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় মিশনের ব্যাখ্যা

আজকে স্বর্ণের বাজার দর

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু

বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

জেনে নিন উচ্চ রক্তচাপের ১২ কারণ

১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

রুমিন ফারহানাকে নিয়ে অজানা গল্প বললেন আরজে কিবরিয়া

গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক

১০

ডাকসুর প্রচারণায় মানতে হবে যেসব আচরণবিধি

১১

চাকসু নির্বাচনে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যহতি চেয়েছে ছাত্রদল

১২

চমক রেখে দল ঘোষণা করল ব্রাজিল

১৩

৯ সংকেতে বুঝবেন টেস্টোস্টেরন হরমোন কমেছে

১৪

ইসরায়েলকে একহাত নিল ফ্রান্স-জার্মানি

১৫

দেশের চার এলাকাকে ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’ ঘোষণা

১৬

মাঝরাতে মিথিলার খুশির খবর

১৭

‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ করতে চায় যুক্তরাষ্ট্র

১৮

সাব ব্রাঞ্চ ইনচার্জ পদে ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ

১৯

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

২০
X