কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে বিষয়ভিত্তিক অ্যাপ্রিসিয়েশন কোর্স

শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় চলছে বিষয়ভিত্তিক অ্যাপ্রিসিয়েশন কোর্স। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় চলছে বিষয়ভিত্তিক অ্যাপ্রিসিয়েশন কোর্স। ছবি : কালবেলা

শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিল্পের বিভিন্ন শাখা নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে চলছে বিভিন্ন বিষয়ভিত্তিক অ্যাপ্রিসিয়েশন কোর্স। এর মধ্যে রয়েছে আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২৪, মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২৪, ডান্স অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২৪, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২৪ ইত্যাদি।

গত বুধবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এই বিষয়ভিত্তিক অ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু হয়েছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আর্ট, শিল্পের পরিভাষা, নান্দনিক বোধ শিল্প ভাবনা ও লেখার উৎকর্ষতা এবং উন্নয়নের জন্য আর্ট এর ব্যবহারের লক্ষ্যে রেনেসাঁ যুগ থেকে সতের শতক, নিওক্লাসিসিজম থেকে ইম্প্রেশনিজম, পোস্ট ইম্প্রেশনিজম ও এক্সপ্রেশনিজম, কিউবিজম, দাদা, সুরিয়ালিজম, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, নিউমিডিয়া আর্ট, মোঘল মিনিয়েচার থেকে বেঙ্গল স্কুল, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের শহীদ মিনার, স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের চিত্রকলা, লোকশিল্প, শিল্প ও সমাজ, নন্দনতত্ত্ব, চারুপাঠ : ডিজাইন ও ইলাস্ট্রেশন (তত্ত্বীয়), চারুপাঠ : ব্যবহারিকবিষয়ক আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২৪ আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম। সমাপনী দিনে কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২৪ অনুষ্ঠিত হয়। এই কোর্সে সংগীত, সংগীত পরিভাষা, নান্দনিক বোধ, সংগীত চিন্তা ও লেখার উৎকর্ষতা ও উন্নয়নের জন্য সংগীতের ব্যবহারের লক্ষ্যে শিল্প ও নন্দনতত্ত্ব, সংগীত শিক্ষা ও মূল্যায়, উন্নয়ন সংগীত, সংগীত হিলিং থেরাপি, সংগীত ও সাংবাদিকতা বিষয়সমূহ আলোচনা করা হয়।

২ দিনব্যাপী এই কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক , সমালোচক ও সাহিত্যিক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, সরকারি সংগীত কলেজের লোকসংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের রিসোর্স পার্সন ড. কমল খালিদ, সরকারি সংগীত কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক দীপঙ্কর দাস, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সাংবাদিক আব্দুল্লাহ্ আল মামুন, জান্নাতুল কাওসার প্রত্যাশা, এমএসসি ইন মেডিকেল মিউজিক থেরাপি (এমএমটি), মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ এন্ড রিসার্চ ইনস্টিটিউট, পন্ডিচেরী, ভারত প্রশিক্ষণ প্রদান করেন। মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্সের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সমাপনী দিনে কোর্সে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

নৃত্যে তত্ত্বীয় শিক্ষার গুরুত্ব, শিল্পমাধ্যম হিসাবে নৃত্য এবং নৃত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও সমালোচনার ভিত্তি গড়ার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী শুক্র ও শনিবার ২ দিনব্যাপী ‘ডান্স অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২৪’ অনুষ্ঠিত হবে। নৃত্য সমালোচনা, নৃত্যের বিবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুর, উদয়শঙ্কর এবং বুলবুল চৌধুরীর ভূমিকা, শাস্ত্রীয় নৃত্য এবং বাংলার নৃত্যধারাসমূহ আলোচিত হবে এই কোর্সে। প্রশিক্ষণ প্রদান করবেন শর্মিলা বন্দোপাধ্যায়, তামান্না রহমান, বেলায়েত হোসেন খান, সাজু আহমেদ, ড. সাইদুর রহমান, ড. নিগার চৌধুরী, আফরিনা আফরোজ চৌধুরী, বেনজীর সালাম, ওয়ার্দা রিহাব, ড. মঞ্জুলিকা রহমান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে ফিল্ম ক্রিটিসিজম এবং ফিল্ম থেরাপি বিষয়ক দু’দিনব্যাপী ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’। আগামী শুক্র ও শনিবার পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন বিধান রিবেরু, শামিম আখতার ও নুরুল আলম আতিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল

পর্তুগালের জার্সিতে রোনালদোর ছেলের অভিষেক

মশার কয়েল নকল চক্রের বিরুদ্ধে বড় আঘাত

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৯ 

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১৯৮৯

অভিনেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

মেসির প্রস্তাব ফিরিয়ে দিল সৌদি আরব!

পদ্মায় ৮ দিন ধরে আটকা সারবোঝাই জাহাজ

‘ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’

১০

দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা 

১১

জুলাই-সেপ্টেম্বর / বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড

১২

পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

১৩

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

১৪

বৃষ্টির পর ঢাকার বাতাস আজ কেমন?

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের

১৬

২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

১৭

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

১৮

এক টানে ১৫০ মণ ইলিশ, বিক্রি হলো কত

১৯

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

২০
X