কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের পাশে বিএনপি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে যান।

এসময় তিনি বলেন, ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

ছাত্ররা প্রমাণ করেছে, কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আন্দোলনের সময় গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ৭৬৯ জন ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছে ১৯০ জন। এখনো ঢাকার বাইরে থেকে আহত রোগী আসছেন বলেও জানান তিনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদ আরিফুর রহমান রাসেল তালুকদারের কবর জিয়ারত শেষে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

তিনি মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ আরিফুর রহমান রাসেল তালুকদারের বাড়িতে যান।

ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় আহতদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

মঙ্গলবার দুপুরে ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সদস্য এবং রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহম্মদ আমান উল্লাহর নেতৃত্বে নিউরোসাইন্স হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের সঙ্গে কথা বলে খোঁজ নেন ফাউন্ডেশনের সংশ্লিষ্ট চিকিৎসক নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় আহতদের।

ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ মেহেবব উল কাদির, ডা. রুস্তুম আলী মধু, ডা. বায়েজিদ, ডা. মো. রুহুল মোক্তাদির রঞ্জু, ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ডা. মো. আশরাফুল হক, ডা. মোহাম্মদ মনির হোসেন, ডা. ইমরান সরকার, ডা. সাজিদ ইমতিয়াজ ও ডা. আর কে হাসান প্রমুখ।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তাদের আন্তরিকতা ও মানবিকতায় আহত পরিবারের সদস্যরা অনেকেই আপ্লুত হয়ে পড়েন। এসময় তারা এসব হামলার বিচারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নরসিংদীর রায়পুরা উপজেলায় মঙ্গলবার শহীদ জুনায়েদ ভূঁইয়াসহ অন্যান্য নিহত, আহত, কারামুক্ত ও মামলাগ্রস্তদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

১০

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

১১

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

১২

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

১৩

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

১৪

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

১৫

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

১৬

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

১৭

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

১৮

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

১৯

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

২০
X