দলীয় আয় ব্যয়ের হিসাব জমা দিতে শেরে বাংলা নগরস্থ নির্বাচন কমিশন অফিসে যাবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রোববার (৩০ জুলাই) দুপুর ১টায় নির্বাচন কমিশন অফিসে যাবেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানান।
আরও পড়ুন : আগামী নির্বাচনের সময় জানালেন সিইসি
এদিকে শনিবার সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে কিরে বিএনপি। এ সময় ধোলাইখাল ও মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
ধোলাইখালে প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মিছিল নিয়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় ইশরাক চলে যতে অস্বীকৃতি জানালে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশ টিয়ারগ্যাস এবং ছররা গুলি মারতে থাকে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুলিশের ছররা গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইশরাক হোসেন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ধোলাইখাল সংঘর্ষে ইশরাক ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
আরও পড়ুন : সরকারের একগুঁয়েমি আচরণ দেশে ফের সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে: ইউট্যাব
এদিকে গাবতলী থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর পুলিশি হেফাজতে আমানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
পরে এসব ঘটনায় সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল বলেন, শনিবার রাজধানীতে যে অত্যাচার–নিপীড়নের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আগামী পরশু সোমবার সারা দেশে, সব মহানগর, জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই (রোববার) আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি, রোববার সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব, গণতান্ত্রিক কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।
মন্তব্য করুন