বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (পল্টনের ৪৮/১) অফিস থেকে অফিস সংস্কারের সময় ৬ জন শ্রমিক ও ১ জন সিকিউরিটি গার্ডকে পল্টন থানা পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে জামায়াত।
আরও পড়ুন : বিএনপি নেতা সালাউদ্দিনকে তুলে নেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।
আরও পড়ুন : এবার জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানীর পল্টনস্থ মহানগরীর জামায়াত অফিস সংস্কারের সময় বিনা অপরাধে ৬ জন শ্রমিক ও ১ জন সিকিউরিটি গার্ডকে আটক করে নিয়ে যায় পল্টন থানা পুলিশ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত সিকিউরিটি গার্ড ও শ্রমিকদের মুক্তি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে সরকারের এহেন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
তারা বলেন, রাজনৈতিক সভা সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। অথচ সরকার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীসহ দেশব্যাপী অফিসগুলোকে পুলিশ প্রশাসন দিয়ে জোরপূর্বক বন্ধ করে রেখেছে। সমাবেশের জন্য বারবার আবেদন করা হলেও প্রশাসন বিভিন্ন টালবাহানা করে আমাদের আবেদনগুলো নাকচ করে দিচ্ছে। আজকে অফিস সংস্কারের সময় শ্রমিকদের আটক করার ঘটনার মধ্য দিয়ে মূলত সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
মহানগরীর নেতৃবৃন্দ বলেন, জনবিচ্ছিন্ন এই সরকার রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আজকের এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট প্রতীয়মান যে, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রজাতন্ত্রের সেবক হিসেবে ভূমিকা রাখার পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যস্ত। জনগনের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রজাতন্ত্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো দলের পক্ষ না হয়ে জনগণের পক্ষে ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আপনাদের কাছে আমরা নিরপেক্ষ আচরণ আশা করি বলেও জানান তারা।
এর আগে, গত মঙ্গলবার (১ আগস্ট) জামায়াত নতুন কর্মসূচি ঘোষণা করে। আগামীকাল ৪ আগস্ট (শুক্রবার) রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।
মন্তব্য করুন