কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

রিজভীর কথায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, জানালেন হিরো আলম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ছবি : সংগৃহীত

মানহানির অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। মামলার অভিযোগে বলা হয়েছে, রিজভীর উক্তির কারণে বাদীর মানহানি হয়েছে। যা টাকার হিসাবে ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা।

আরও পড়ুন : রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, তদন্তে ডিবি

সোমবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে বাদী হয়ে এ মামলা করেন। এরপর শুনানি শেষে আদালত মামলার অভিযোগ তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিন বেলা ১২টার পর আদালতে উপস্থিত হন হিরো আলম। তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর মামলার আবেদন করেন। এরপর আদালত হিরো আলমের জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৩ সেপ্টেম্বর ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পর বিএনপিপন্থি আইনজীবীরা হিরো আলমের উদ্দেশে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এ ছাড়া সফিকুল ইসলাম সবুজ নামে বিএনপিপন্থি এক আইনজীবী প্ল্যাকার্ড হাতে হিরো আলমকে পচা আলম বলে প্রতিবাদ করেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী।

আরও পড়ুন : গালি দিলে কাউকে ছাড় দেব না : হিরো আলম

মামলার পর হিরো আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘রিজভীকে মাফ করে দেওয়া হোক, যাতে আমাকে নিয়ে কেউ কোনো কথা না বলে। ভবিষ্যতে আওয়ামী লীগ, বিএনপির কোনো লোক আমাকে নিয়ে যেন বকাবকি করে কথাবার্তা না বলে তাই আমি আদালতে এসেছি। ভবিষ্যতে আমাকে নিয়ে গালাগাল করলে আমি একটাকেও ছাড় দেব না।'

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট হিরো আলম নিজের মোবাইলে ইউটিউব দেখছিলেন। তখন দেখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জনতার সামনে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যে বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত একটা লোক। সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে এ কাজ করতে পারেন।’ রিজভীর এই বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং লিখিতভাবে লিফলেট আকারে প্রচার ও প্রকাশ করে। বাংলাদেশ নির্বাচন কমিশনের চুলচেরা বিশ্লেষণে হিরো আলম একজন সুস্থ, নির্বাচন করার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে তিনবার প্রমাণিতও যোগ্য হয়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তিনি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করেন। তার অসংখ্য ভক্ত রয়েছে।

অভিযোগে বলা হয়, রিজভীর বক্তব্যের কারণে বাদী ও তার ভক্তদের মাঝে হতাশাসহ ক্ষোভ বিরাজ করছে। তার মানহানিকর, সুনামক্ষুণ্ন হয় এমন কটূক্তি, মিথ্যা, অসত্য বক্তব্য, মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার সম্পূর্ণ নিন্দনীয়। তার বক্তব্যে বাদী সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিএনপির বিভিন্ন প্রোগ্রামে নেতাকর্মীরা বিভিন্ন সময়ে বাদীকে নিয়ে কটূক্তি ও আক্রমণাত্মক মানহানিকর বক্তব্যে প্রচারের মাধ্যমে অপমান, অপদস্ত করেছেন। তাছাড়া আসামির এই অপমানকর, আপত্তিকর বক্তব্যের কারণে বাদী বিএনপির নেতাকর্মী তথা রাজনৈতিক সন্ত্রাসীদের হামলা/হয়রানির আশঙ্কা করেন। আসামির উক্তির কারণে বাদীর মানহানি হয়েছে। যা টাকার হিসাবে ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষক দিবসে ক্যানসারে নিভল ‘জালাল স্যারের’ প্রাণ

জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি : আবু সাইদ সাগর কারাগারে 

১০

শেষ ম্যাচে আফগানদের ১৪৩ রানে থামাল বাংলাদেশ

১১

ইসলামকে যথাযথভাবে ও পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে : জামায়াত আমির

১২

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ : সারজিস

১৩

রাষ্ট্রের উন্নয়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে : শিমুল বিশ্বাস 

১৪

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

১৫

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

১৬

তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ

১৭

চার জেলায় বন্যার আশঙ্কা

১৮

মির্জা গালিবের হার্ভার্ডে নিয়োগ নিয়ে যা জানা গেল

১৯

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

২০
X