মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ এএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে মানুষের স্বপ্ন পূরণ হবে : লায়ন ফারুক

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ইনকিলাব পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ইনকিলাব পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

১২দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই ৩১ দফা বাস্তবায়িত হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ইনকিলাব পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পতিত ফ্যাসিবাদের বিগত ১৫ বছরের সকল অপকর্ম ও দুর্নীতির বিচার দাবি এবং আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক রহমান বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। এ সময় পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসরদের ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি।

১২ দলীয় জোটের এই অন্যতম শীর্ষ নেতা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে বাংলাদেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা এই শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে। এটাই দেশবাসীর চাওয়া।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি, বর্তমানেও একসঙ্গে কাজ করতে চাই।

তিনি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে হাসিনা আমলের কাউন্সিলরদের নিয়ে মিটিংয়ের তীব্র সমালোচনা করে বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের কোনোভাবেই পুনর্বাসন করা যাবে না। যে বা যারাই এমন কাজ করবে, জণগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। এ সময় তিনি বাংলাদেশি জাতীয়তাবাদে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহম্মেদ শাকিল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পটভূমি রচনা করা হয় ২০২৩ সালে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য ও সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মধ্যদিয়ে। বিরোধী সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে একমুখী আন্দোলনের ফলে সরকার পতন হয়েছে। জুলাই-আগস্টে নিহতদের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তিনি।

বাংলাদেশ ইনকিলাব পার্টির সদস্য সচিব মনিরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এতে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. শামসুল আলম, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, পিপলস পাওয়ার পার্টির সভাপতি ফখরুল ইসলাম রানা, দেশ বাচাঁও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাংবিধানিক অধিকার ফোরাম এর সভাপতি সুরঞ্জন ঘোষ, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বেকার মুক্তি আন্দোলন এর সভাপতি আতিকুর রহমান রাজা, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি তরিকুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জবের মাহমুদ, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন, ছাত্র অধিকার পরিষদের ছাত্রনেতা ইয়াসিন আরাফাত, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওহাব, বিপ্লবী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ইয়াসিন আরাফাত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতা মো. সোয়েব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১১

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১২

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৩

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৪

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৫

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৬

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১৭

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৮

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৯

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

২০
X