কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীরা জীবনবাজি রেখে কাজ করে : প্রিন্স

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অসহায় মুহূর্তে যারা জনগণের পাশে থাকে তারাই জনগণের বন্ধু। জনগণের অধিকার আদায়ে এবং দেশ গঠনে বিএনপি নেতাকর্মীরা যেমন জীবনবাজি রেখে কাজ করে, তেমনি দুর্যোগ-দুর্বিপাকে, সুখ-দুঃখে জনগণের পাশে থাকে।

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে সুবিধাবঞ্চিত দুস্থ, অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, গোয়াতলা ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিক হোসেন, বাঘবেড় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পুড়াকান্দুলিয়া বিএনপি নেতা আব্দুস সাত্তার বক্তব্য দেন।

এমরান সালেহ প্রিন্স ধোবাউড়া সদর, গোয়াতলা, বাঘবেড়, পুরাকান্দুলিয়া ও ঘোষগাঁও ইউনিয়নের সুবিধাবঞ্চিত দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান একজন মানবিক নেতা, জনগণের রায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে তিনি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন।

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, পল্লী রেশন, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ, বেকার ভাতা, ব্যাপক কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, অবৈতনিক শিক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, কৃষি উপকরণের মূল্য হ্রাস, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিএনপি সরকার অবদান রাখবে।

তিনি সরকার ও বিত্তবানদের প্রতি শীতার্ত অসহায় মানুষের মাঝে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের আহ্বান জানান। তিনি বলেন, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, তাদের প্রতি করুণা নয় সহযোগিতা। অসহায় মানুষকে সহযোগিতা, রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠন এবং অপেক্ষাকৃত সচ্ছল ও সক্ষম ব্যক্তিদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

তিনি হালুয়াঘাট ও ধোবাউড়ায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে অসহায় মানুষের প্রতি তারেক রহমানের উপহার হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ধোবাউড়া প্রেস ক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা

ফ্যামিলি মেডিসিনের পথপ্রদর্শক প্রাভা হেলথের ৮ বছর পূর্তি উদযাপন

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কেজিএফ নয়, আয়ের রেকর্ড তৈরি করেছিল অন্য এক সিনেমা

ভ্রান্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না : ধর্ম উপদেষ্টা

এবার নিজ জেলায় ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

চাকসুর তফসিল ঘোষণার সময় জানাল প্রশাসন

ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

১০

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

১১

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

১২

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

১৩

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

১৪

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

১৫

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

১৬

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

১৭

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

১৮

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

১৯

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

২০
X