কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের স্ট্যাটাসে মা গ্রেপ্তার, রাষ্ট্রসংস্কার আন্দোলনের নিন্দা

গ্রেপ্তার আনিছা সি‌দ্দিকা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আনিছা সি‌দ্দিকা। ছবি : সংগৃহীত

আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংস্কার আন্দোলন।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রসংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানজিলের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার ষাটোর্ধ্ব বৃদ্ধা মাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামের ফেসবুকে দেওয়া একটা পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুটো ঘটনাতেই সরকারদলীয় অংঙ্গ সংগঠন, রাষ্ট্রের পুলিশ বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাকার হয়ে ফ্যাসিস্ট রেজিমের গুণ্ডার ভূমিকায়।

‘ফেসবুকে ছেলের মতপ্রকাশ করার মতো ঘটনার জের ধরে একজন সম্মানিত বয়োজ্যেষ্ঠ মা এবং দেশের নাগরিককে অকারণে পুলিশি জুলুম করা হয়েছে।’

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের সহকর্মীদের দ্বারা অভিযোগের নামে হেনস্তা করা হয়েছে। দুটি ঘটনা সরকার ও তার দোসরদের ফ্যাসিবাদী গুণ্ডামি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশের সব পর্যায়ের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রসংস্কার আন্দোলন। একইসঙ্গে চলমান এক দফা আন্দোলনে আরও ব্যাপকভাবে যুক্ত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় রাষ্ট্রসংস্কার আন্দোলন।

এর আগে গত ২০ আগস্ট খুলনার খালিশপুর থানা পুলিশ অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে আনিছা সিদ্দিকা (৪৫) সহ তিনজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী। আমেরিকায় বসে ফেসবুকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ায় খুলনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে দুজন ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার জন্য বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রপন্থি বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন, রেজিস্টার ও অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, পাসপোর্ট ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. রকিবুল ইসলাম (২৪), মো. তামিম ইকবাল (১৯) ও আনিছা সিদ্দিকা (৪৫)। গ্রেপ্তারদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন

জুবিনের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

জোটের জরুরি বৈঠক, যে কারণে নেই ইসলামী আন্দোলন

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে আগুন

ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের

রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক, নেই ইসলামী আন্দোলনের নেতারা

জাল দলিল সরবরাহকারী চক্রের সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

১০

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১১

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

১৩

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

১৪

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

১৫

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

১৬

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

১৭

ফের অবরোধ ঢাকার তিন স্থান

১৮

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

১৯

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

২০
X