কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের স্ট্যাটাসে মা গ্রেপ্তার, রাষ্ট্রসংস্কার আন্দোলনের নিন্দা

গ্রেপ্তার আনিছা সি‌দ্দিকা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আনিছা সি‌দ্দিকা। ছবি : সংগৃহীত

আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংস্কার আন্দোলন।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রসংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানজিলের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার ষাটোর্ধ্ব বৃদ্ধা মাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামের ফেসবুকে দেওয়া একটা পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুটো ঘটনাতেই সরকারদলীয় অংঙ্গ সংগঠন, রাষ্ট্রের পুলিশ বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাকার হয়ে ফ্যাসিস্ট রেজিমের গুণ্ডার ভূমিকায়।

‘ফেসবুকে ছেলের মতপ্রকাশ করার মতো ঘটনার জের ধরে একজন সম্মানিত বয়োজ্যেষ্ঠ মা এবং দেশের নাগরিককে অকারণে পুলিশি জুলুম করা হয়েছে।’

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের সহকর্মীদের দ্বারা অভিযোগের নামে হেনস্তা করা হয়েছে। দুটি ঘটনা সরকার ও তার দোসরদের ফ্যাসিবাদী গুণ্ডামি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশের সব পর্যায়ের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রসংস্কার আন্দোলন। একইসঙ্গে চলমান এক দফা আন্দোলনে আরও ব্যাপকভাবে যুক্ত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় রাষ্ট্রসংস্কার আন্দোলন।

এর আগে গত ২০ আগস্ট খুলনার খালিশপুর থানা পুলিশ অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে আনিছা সিদ্দিকা (৪৫) সহ তিনজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী। আমেরিকায় বসে ফেসবুকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ায় খুলনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে দুজন ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার জন্য বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রপন্থি বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন, রেজিস্টার ও অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, পাসপোর্ট ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. রকিবুল ইসলাম (২৪), মো. তামিম ইকবাল (১৯) ও আনিছা সিদ্দিকা (৪৫)। গ্রেপ্তারদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭তম বিসিএস / শাহবাগে পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

ভূমিকম্পে এক ভবনে হেলে গেল আরেকটি ভবন, এলাকায় আতঙ্ক

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত

‘আয়ারল্যান্ডকে অভিনন্দন, দারুণ ব্যাটিং করেছে তারা’

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

ভূমিকম্প আতঙ্ক : জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ

পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ৭৭৮

যেসব সূক্ষ্ম লক্ষণে বুঝবেন শরীরে হয়েছে পুষ্টির ঘাটতি

সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের

১০

জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না : ফারুক

১১

গ্যাস সরবরাহ বন্ধ আছে যেসব এলাকায়

১২

মোবাইলে বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল দেখবেন যেভাবে

১৩

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে : এ্যানি

১৪

ডেঙ্গুতে প্রাণ গেল নারী চিকিৎসকের

১৫

৫টার মধ্যে ঢাবির হল খালির নির্দেশ

১৬

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৭

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

১৮

থানা ব্যারাকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০
X