কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের স্ট্যাটাসে মা গ্রেপ্তার, রাষ্ট্রসংস্কার আন্দোলনের নিন্দা

গ্রেপ্তার আনিছা সি‌দ্দিকা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আনিছা সি‌দ্দিকা। ছবি : সংগৃহীত

আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংস্কার আন্দোলন।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রসংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানজিলের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার ষাটোর্ধ্ব বৃদ্ধা মাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামের ফেসবুকে দেওয়া একটা পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুটো ঘটনাতেই সরকারদলীয় অংঙ্গ সংগঠন, রাষ্ট্রের পুলিশ বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাকার হয়ে ফ্যাসিস্ট রেজিমের গুণ্ডার ভূমিকায়।

‘ফেসবুকে ছেলের মতপ্রকাশ করার মতো ঘটনার জের ধরে একজন সম্মানিত বয়োজ্যেষ্ঠ মা এবং দেশের নাগরিককে অকারণে পুলিশি জুলুম করা হয়েছে।’

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের সহকর্মীদের দ্বারা অভিযোগের নামে হেনস্তা করা হয়েছে। দুটি ঘটনা সরকার ও তার দোসরদের ফ্যাসিবাদী গুণ্ডামি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশের সব পর্যায়ের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রসংস্কার আন্দোলন। একইসঙ্গে চলমান এক দফা আন্দোলনে আরও ব্যাপকভাবে যুক্ত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় রাষ্ট্রসংস্কার আন্দোলন।

এর আগে গত ২০ আগস্ট খুলনার খালিশপুর থানা পুলিশ অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে আনিছা সিদ্দিকা (৪৫) সহ তিনজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী। আমেরিকায় বসে ফেসবুকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ায় খুলনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে দুজন ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার জন্য বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রপন্থি বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন, রেজিস্টার ও অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, পাসপোর্ট ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. রকিবুল ইসলাম (২৪), মো. তামিম ইকবাল (১৯) ও আনিছা সিদ্দিকা (৪৫)। গ্রেপ্তারদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে লাজ ফার্মা

মনোনয়ন বৈধ হওয়ার খবরে যা বলেলন মান্না

মিনিস্টার গ্রুপের কর্মকর্তার মৃত্যুতে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্টের রুল

জোহরান মামদানির ওপর চড়াও ভারত সরকার

বহিষ্কৃত ৮ নেতাকে ফেরাল বিএনপি

ফসলি জমি কেটে খাল খনন

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেসব খাবার খাবেন

বিএনপির এক নেতা বহিষ্কার

শান্ত-ওয়াসিমের ব্যাটে রাজশাহীর কাছে পাত্তাই পেল না রংপুর

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

১০

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

১১

বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি

১২

ভালুকা প্রেস ক্লাবের নতুন সভাপতি মাইন, সম্পাদক আলমগীর

১৩

মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

১৪

বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেটে কোন প্যাকেজে কত গতি?

১৫

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ জ্বলছে অনলাইনেও, ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযোগ

১৬

পদবি নিয়ে আলোচনায় আলিয়া

১৭

টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক

১৮

বাণিজ্য মেলা থেকে ৩ শিশু উদ্ধার

১৯

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

২০
X