কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে প্রতিরোধ গড়ে তুলতে হবে : প্রিন্স

বিএনপির কর্মী সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। 
বিএনপির কর্মী সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। 

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।

সোমবার (০৭ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার যুগলী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বব্যাপী তুমুল প্রতিবাদ বিক্ষোভে ইসরায়েলের আগ্রাসী শক্তির মোকাবিলা করতে হবে। ফিলিস্তিনি নারী পুরুষ, শিশু সন্তানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলায় বিশ্ব মানবতা চুপ করে বসে থাকতে পরে না। তিনি ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘকে সক্রিয় হওয়ারও আহ্বান জানান।

কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য দীর্ঘ লড়াই সংগ্রামের পর ফ্যসিবাদের পতন ঘটলেও পরিপূর্ণ বিজয় যেমন অর্জিত হয় নাই, তেমনই ষড়যন্ত্র চক্রান্তও শেষ হয় নাই। সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে পরিপূর্ণ বিজয়ের জন্য কাজ করতে হবে। তিনি সরকারের প্রতি দ্বিধা সংশয়ের মধ্যে না থেকে এবছরের মধ্যেই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। জনগণের চাহিদা উপেক্ষা করার সুযোগ নাই। হাসিনা জনগণের চাহিদা উপেক্ষা করতে গিয়ে গণ শত্রুতে পরিণত হয়েছিল, এ বিষয় মাথায় নিয়ে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে।

তিনি বলেন, নির্বাচন প্রলম্বিত করার নেম দীর্ঘদিন অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় রেখে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে মহল বিশেষ তৎপর। নিজেদের সুবিধার জন্য জনসম্পৃক্তহীন বিভিন্ন ইস্যু নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসকে বিষয়টি অনুধাবন করে তাঁর সকারের পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে । অন্যায় জনগণের চাপে বিএনপিকে তার পথ খুঁজে নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছিয়ে দিতে হবে, জনগণের সাথে নিবীড় সম্পর্ক রাখতে হবে। বিএনপির সকল কর্মকাণ্ডে সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। বিএনপি জনগণের দল। জনগণের মধ্যে বিএনপির ভিতকে অধিকতর শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, দলের মধ্যে কেউ যদি বিপথগামী হয়, তাদের বোঝাতে হবে, সংশোধন না হলে সে যত ত্যাগই হোক না কেন দল তাকে আশ্রয় প্রশ্রয় দেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেয়া হবে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে, প্রভু নয়। কিছু পাওয়ার জন্য বিএনপির রাজনীতি নয়, জনগণ ও দেশকে ডেয়ার জন্যেই বিএনপির রাজনীতি । তিনি ওয়ার্ড পর্যায় থেকে দলকে সুসংগঠিত করে ইউনিয়ন সম্মেলন করার আহ্বান জানান ।

যুগলী ইউনিয়ণের ঘোষবেড় ঈদ গাহ ময়দানে কর্মীসভা ইউননের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে গণসমাবেশে পরিণত হয়। হলুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরফান আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলিমগির আলম বিপ্লব, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল হাই, আলী আশরাফ,কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, হলুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আবুল কাশেম, অধ্যাপক শাহজাহান মাহমুদ, আবদুশ সাত্তার, আল আমিন চমক, আবদুল জলিল, মুকতাদির হোসেন, সবুজ মিয়া ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআন অবমাননাকারীকে আইনের আওতায় আনতে হবে : মাওলানা রাব্বানী

নির্ধারিত সময়ে গাজায় পৌঁছাতে পারেননি শহিদুল আলম, জানালেন সর্বশেষ পরিস্থিতি 

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে : পরিবেশ উপদেষ্টা

মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

মুখের ব্রণ চেপে ফাটাচ্ছেন? হতে পারে যে ভয়াবহ রোগ

ওয়াশিংটন পোস্টের জরিপ / গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনায় অধিকাংশ মার্কিন ইহুদি

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন, ভেসে উঠল দুজনের নিথর দেহ

১০

ইলিশ রক্ষায় অভিযান, প্রথমদিনেই ২২০ টন জব্দ

১১

কখন এবং কতটা শক্তিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’?

১২

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১৩

মতবিনিময় সভায় বক্তারা / মহাসড়কে নিরাপত্তা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

১৪

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

১৫

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

১৬

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

১৭

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

১৮

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

১৯

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

২০
X