বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে ফ্যাসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যেখানে আইনের শাসন থাকবে। জনগণের কল্যাণের জন্য সুশাসন থাকবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে। সকল গণমাধ্যম স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারবে। জনগণ স্বাধীনভাবে তাদের মতপ্রকাশ করতে পারবেন।
শনিবার (৩ মে) বিকেলে রাজধানীর জিগাতলায় পোস্ট অফিস গলিতে শাপলা একাডেমি ও রাইজ আপ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাছিনা আক্তারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টে অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার ও যুগ্ম মহাসচিব ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
নাসির উদ্দিন অসীম বলেন, আমার কাছে মনে হয়েছে এখনো দেখছি বিভিন্ন সংবাদমাধ্যমে সরকারের পক্ষে ডিকটেশন দেওয়া হয়। এটা পতিত স্বৈরাচার সরকার করত। তাদের নিয়ন্ত্রণে ছিল এটা। আমরা চাই না এ ধরনের কোনো হস্তক্ষেপ গণমাধ্যমের ওপরে থাকুক। আমরা চাই গণমাধ্যম সৎভাবে দেশের জনগণের কল্যাণে কাজ করে যাবে। কারণ একটা রাষ্ট্রের জন্য গণমাধ্যম হলো- চার নম্বর পিলার হিসেবে কাজ করে। যেমন আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ থাকে। বাকি পিলারটি হলো স্বাধীন সংবাদ মাধ্যম। আমরা চাই সংবাদ মাধ্যম মজবুতভাবে পিলার হোক। যারা সঠিকভাবে সরকারের সমালোচনা করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ১১ মে বিশ্ব মা দিবস। নারী দিবস আছে, কন্যা শিশুদিবস আছে। আমরা এমন এক সমাজে বাস করি। যেখানে নারীরা সাহসের সঙ্গে পুরুষের সঙ্গে সমান তালে চলতে পারবে। আমরা সে ধরনের নিরাপদ একটা পরিবেশ চাই। যেমনটা বলা হয়- তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। এটিই আমরা চাই।
ব্যারিস্টার অসীম বলেন, আমরা যদি নতুন প্রজন্মের জন্য কিছু করতে না পারি তাহলে তারা কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। আসুন আমরা একটি ভোটাধিকার নিশ্চিত করার জন্য সারাদেশের জনমত গড়ে তুলি। আমার দল কখনও ক্ষমতায় গেলে আমি এমপি হই আর না হই এমপিওভুক্তির (শাপলা একাডেমি) জন্য লড়াই করে যাবো। প্রতিষ্ঠান কোনো দলের নয়, এটি সব দল-মতের প্রতিষ্ঠান। স্কুল হলো মানুষ গড়ার কারিগর।
মন্তব্য করুন