বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্মকে দায়িত্ব পালনের সঠিক প্রস্তুতি নিতে হবে : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

নতুন প্রজন্মের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকের প্রজন্মের ছেলেমেয়েরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। সুতরাং তাদের তাদের দায়িত্ববোধ সম্পর্কে জানতে হবে। মনে রাখতে হবে, দেশটি তোমাদের।

বুধবার (১৪ মে) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৃত্তি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আমরা কিন্তু চলে যাওয়ার পথে এবং আমাদের সময় প্রায় শেষ। আর তোমাদের সময় হচ্ছে শুরু। কাজেই সেই কথা মনে রেখেই তোমাদের সামনে যে দায়িত্ব সেটি গ্রহণের জন্য কিন্তু সঠিক প্রস্তুতি নিতে হবে। এই সময়টা যদি তোমরা নষ্ট করো, পড়ালেখার পরিবর্তে রাস্তায় গিয়ে হৈ-হুল্লোড় করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের ওপর ১৮ কোটি মানুষের দেশকে পরিচালনার যে দায়িত্ব আসবে সেটি কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না।

বৃত্তি প্রদান ও আলোচনা সভার আয়োজন করে মহানগর সাংস্কৃতিক ফোরাম। আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউনূস তালুকদার রাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী সালমান হোসেন, সাবরিন আলম, ফাহমিদা আক্তার, মোহনা আক্তার, রেহেনামু বিনতে হোসেন, মারিয়া আক্তার, উসরাত প্রিয়তমা, জেরিন রহমান, সামিয়া ইসলাম, মনিকা আক্তার, আফসানা ইসলাম, নুরে জান্নাত আঁখি, জান্নাত আক্তার, ইশানি গো, অরপিতা চৌধুরী, সিলভিয়া জামান, মাহফুজা আক্তার, আফরোজা ইসলাম, রাইসাতুল অর্পাসহ অর্ধশতাধিক শিক্ষার্থীর মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

জাতীয় কবি কাজী নজরুলের কবিতার উদ্ধৃতি দিয়ে ড. মঈন খান বলেন, ছাত্রদের যে শক্তি আছে সেটি কিন্তু আমাদের নেই। এটি প্রকৃতির নিয়ম। তোমাদের সেই শক্তি আছে বলেই তোমরা সামনের দিকে এগিয়ে গেছো। বিগত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশের একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সেটার গৌরব কিন্তু তোমাদের। আমরা যা গর্বের সঙ্গে বলি।

তিনি বলেন, তোমরা জুলাই-আগস্টে যে দায়িত্ব পালন করেছো সেখানে আসার জন্য বিগত ১৫ বছরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দেশের গণতন্ত্রকামী মানুষ তৈরি করে দিয়েছে। তারা একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই করেছে। এরপরই তোমরা এসে দেশকে স্বৈরাচারমুক্ত করেছো। কাজেই তোমরা যে গৌরবের অধিকারী হয়েছো সেটি তোমাদের ধরে রাখতে হবে।

ড. মঈন খান বলেন, তোমরা ভুল পথে গিয়ে কিংবা হেলাফেলা করে সেই গৌরব হারাও এবং তোমাদের সুনাম ক্ষুণ্ন কর তাহলে তোমরাই শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। কেননা, প্রবাদ আছে যে, ছাত্র নং অধ্যায় নং তপ: অর্থাৎ ছাত্রছাত্রীদের লেখাপড়া করাটা তোমাদের কাছে তপস্যার। লেখাপড়া করা ছাড়া কোনো বিকল্প নেই, এ কথাটি ভুলে গেলে চলবে না। নিশ্চয়ই তোমরা দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করবে। তোমরা দেশ পরিচালনা করবে, দেশকে মঙ্গলের পথে নিয়ে যাবে। বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাবে।

তিনি বলেন, ছাত্রদের যে শক্তি আছে সেই শক্তি কিন্তু আমাদের নেই। সেই শক্তি আছে বলেই সামনের দিকে এগিয়ে গেছো। জুলাই ছাত্র আন্দোলনে বাংলাদেশের বিপ্লবী পরিবর্তন এসেছে, সেই অর্জন তোমাদের। আমাদের সেই কথা গর্বের সঙ্গে বলে থাকি। বিগত ১৫ বছর সংগ্রাম করে জয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ। কাজেই সেই গৌরব তোমাদের ধরে রাখতে হবে। এই সুযোগ যদি হেলায় হারাও, ভুল পথে গিয়ে সুনাম নষ্ট করে দাও তাহলে শুধু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশের ভবিষ্যতে প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপ ন্যাক্কারজনক : রাফে সালমান রিফাত

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক

নানকসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহফুজকে বোতল নিক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানালেন হাসনাত

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ

পরীক্ষা দিতে গিয়ে সন্তান জন্ম দিলেন হাজেরা

শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাস্তায় নামলেন শিক্ষার্থীরা

দেড় যুগ পর নিজ গ্রামের বাড়িতে গেলেন ড. ইউনূস

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল জ্যোতিরা

মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাম্য

১০

সাংবাদিকদের হামলা করে মামলা দিলেন যুবক

১১

জবি শিক্ষার্থীদের লং মার্চে গুরুতর আহত সাংবাদিক হাসপাতালে

১২

বার্ষিক সাধারণ সভার তারিখ জানাল বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ

১৩

করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা হুমকিস্বরূপ : আমিনুল হক 

১৪

আনচেলত্তির ব্রাজিল কোচিং স্টাফে ফিরছেন কাকা?

১৫

চাকরি পাচ্ছেন সেই অটোরিকশা চালকরা

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

১৭

কানাইঘাট সীমান্তে ১৬ জনকে বিএসএফের পুশইন

১৮

তালিকায় ‘ভুয়া আহত’ অন্তর্ভুক্তি / যশোরে আহত জুলাইযোদ্ধাদের অনুদানের চেক বিতরণে হট্টগোল

১৯

কমিশনারের অবৈধ শেয়ার ব্যবসার অভিযোগের ব্যাখ্যা দিল বিএসইসি

২০
X