কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ রুখে দাঁড়াও, জনগণের রাষ্ট্র গড়ে তোলো : স্বপন

ছবি  : কালবেলা
ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিবাদ শুধু একনায়কতন্ত্র নয়, এটি হলো রাষ্ট্রের নৈতিক অধঃপতনের চূড়ান্ত রূপ। এখানে আইন পরিণত হয় নিপীড়নের অস্ত্রে, সংবিধান হয়ে ওঠে শাসকের সুবিধামতো ব্যাখ্যার উপকরণ এবং রাষ্ট্র নিজেই দাঁড়ায় জনগণের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক গণমিছিলপূর্ব সমাবেশে স্বপন এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জেএসডি এ দিন ‘এন্টি-ফ্যাসিস্ট ডে’ পালন করে। এই উপলক্ষে এ কর্মসূচি পালন করেছে দলটি।

তিনি আরও বলেন, ভয়, প্রোপাগান্ডা ও ইতিহাস বিকৃতির মাধ্যমে গঠিত এই শাসন ব্যবস্থা নাগরিক কণ্ঠরোধ করে, প্রতিবাদকে দেশদ্রোহ বলে দমন করে এবং আত্মমর্যাদাকে পদদলিত করে। এ এক ‘প্রভু-রাষ্ট্র’, যেখানে গণতন্ত্রের নামে নাগরিকদের পরিণত করা হয় নিঃস্ব ও নির্বাক অস্তিত্বে।

স্বপন বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করতে হলে কেবল সরকারের পরিবর্তন নয়- প্রয়োজন এক মৌলিক রাষ্ট্র পরিবর্তনের দর্শন। আমাদের লড়াই হলো নতুন এক রাষ্ট্রচিন্তার জন্ম দেওয়ার সংগ্রাম, যেখানে ক্ষমতার কাঠামো জনগণের অংশগ্রহণমূলক নীতিতে পুনর্গঠিত হবে।

তিনি স্পষ্ট করে বলেন, জনগণের রাষ্ট্র মানে- প্রতিটি নাগরিকের মতপ্রকাশ, সংগঠন ও প্রতিবাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা; প্রশাসন, পুলিশ ও বিচারব্যবস্থাকে দলীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা; শিক্ষা-সংস্কৃতিতে যুক্তিবাদ, ইতিহাস ও মানবিকতার পুনরাবির্ভাব ঘটানো এবং সর্বোপরি রাষ্ট্র পরিচালনায় জনগণের সক্রিয় অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা।

সভায় দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করা শুধু রাজনৈতিক কর্তব্য নয়, এ এক নৈতিক দায়িত্ব। ছাত্র, শ্রমিক, কৃষক, শিল্পী, শিক্ষক ও নাগরিক সমাজকে নিয়ে আজই গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ প্রতিরোধ। মনে রাখতে হবে- ক্ষমতার কাঠামো ভেঙে না দিলে যে কোনো সংস্কারই হয়ে উঠবে দলতন্ত্রের নবতর সংস্করণ, যা জুলাই অভ্যুত্থানের আদর্শিক অভিপ্রায় পূরণ করতে ব্যর্থ হবে।

তিনি সতর্ক করে বলেন, সমাজশক্তির বিকাশ ও তাদের রাষ্ট্রশক্তিতে অংশগ্রহণ নিশ্চিত না করে যে কোনো সংস্কার প্রচেষ্টা হবে অস্থায়ী ও আত্মঘাতী। আমরা সব দল ও মতকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

দলের মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমান।

সমাবেশ শেষে গণমিছিলটি প্রেসক্লাব, পল্টন, জিরো পয়েন্ট হয়ে গুলিস্থান জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতসকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অভিভাবকদের মানববন্ধন

খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে

প্রচণ্ড মাথাব্যথা দূর করতে যা করবেন

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

নিউটনের সূত্র ভুল দাবি করলেন পঞ্চগড়ের আফসার

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

আজ আন্তর্জাতিক যুব দিবস

১২

১২ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১৩

জেলেনস্কিকে মোদির ফোন, যুদ্ধ নিয়ে আলোচনা

১৪

কারও শরীরে পা লাগলে হাত ‍দিয়ে ছুঁয়ে সালাম করা কি জায়েজ?

১৫

সাংবাদিক তুহিনের ময়নাতদন্ত : গলা, বুক ও পিঠে ৯টি গভীর আঘাতের চিহ্ন

১৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

১৭

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বড় সিদ্ধান্ত, সৌদির প্রতিক্রিয়া

১৮

আলাস্কায় হতে পারে ইউক্রেন ভাগাভাগি, দানা বাঁধছে সন্দেহ

১৯

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

২০
X