

বিপিএলের দ্বাদশ আসর মাঠে গড়ালেও এখনো দর্শকদের সামনে আসেনি নতুন ট্রফি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হলেও ট্রফির অনুপস্থিতি চোখে পড়েছে অনেকেরই। কারণ, আগের ডিজাইন পছন্দ না হওয়ায় নতুন করে ট্রফি বানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএল শুরুর আগেই একবার ট্রফি দেশে এসেছিল। তবে সেটিকে মানসম্মত মনে করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। ফলে সেই ট্রফি বাতিল করে নতুন ডিজাইনের ট্রফি তৈরির নির্দেশ দেওয়া হয়। বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আগের ট্রফিটি ছিল খুবই সাধারণ ধরনের, যা টুর্নামেন্টের মানের সঙ্গে মানানসই নয়।
তার ভাষ্য, অল্প সময়ের মধ্যেই নতুন ট্রফি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটি আগের সব ট্রফির চেয়ে আলাদা ও আকর্ষণীয় হবে বলে তারা আশাবাদী।
নতুন ট্রফিটি তৈরি হচ্ছে দুবাইয়ে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, ডায়মন্ডখচিত এই ট্রফি বানাতে খরচ হচ্ছে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০ লাখ টাকারও বেশি। বিদেশ থেকে আসার কারণে ট্রফি হাতে পেতে কিছুটা দেরি হচ্ছে বলেও জানান তিনি।
এবার বিপিএলের জন্য দুটি ট্রফি বানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একটি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে, অন্যটি সংরক্ষণ করা হবে বোর্ডের কাছে। বিসিবির মতে, একসঙ্গে দুটি ট্রফি বানালে খরচ তুলনামূলক কম পড়ে এবং ভবিষ্যতের জন্যও এটি কার্যকর সিদ্ধান্ত।
সব ঠিক থাকলে খুব শিগগিরই দুবাই থেকে দেশে পৌঁছাবে নতুন ট্রফি। বিসিবি কর্মকর্তাদের প্রত্যাশা, দর্শক ও ক্রিকেটপ্রেমীদের কাছে এটি হবে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে নান্দনিক ও স্মরণীয় ট্রফি।
মন্তব্য করুন