কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জাপা কার্যালয়ে ভাঙচুর-আগুন, মহাসচিবের আলটিমেটাম

সাংবাদিকদের সঙ্গে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শামীম হায়দার বলেন, গণঅধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমাদের যে আরপিও আছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন থেকে এ দলকে ব্যান করা উচিত।

সরকারের সমালোচনা করে জাপার সাবেক সংসদ সদস্য বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, যারা মব করতে এসেছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও সরকারে চিড় ধরে গেছে। সরকার ব্যর্থ হচ্ছে। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি। এবং দোষী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব।

জাপা অফিসে আগে দুবার হামলা হয়েছে। সেগুলোর সুষ্ঠু তদন্ত হলে আজ এ হামলা হতো কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, তখন তাৎক্ষণিক যদি হামলাকারীদের গ্রেপ্তার করা হতো, তাহলে কখনোই এ হামলা হতো না। সরকার এ বিষয়ে উদাসীন। সরকার চেয়ে চেয়ে দেখছে, আর মবতন্ত্রের রাজত্ব চলছে, মবকারীরা মব করে যাচ্ছে। সরকারের চেয়ে চেয়ে দেখার কারণে আজ মানুষের জীবন, সম্পত্তি হুমকির মুখে পড়েছে। এ নিয়ে সরকার দায় এড়াতে পারবে না।

এ ঘটনায় কাকে দায়ী করছেন কাকে, কারা হমলা করেছে, এ প্রশ্নে জবাবে ব্যারিস্টার শামীম হায়দার বলেন, আমরা দেখেছি গণঅধিকার পরিষদের ব্যানারে এই হামলা হয়েছে। অন্য দল থাকলেও থাকতে পারে।

তিনি বলেন, পুলিশের ভূমিকা যথেষ্ট ছিল। তবে পাশাপাশি যদি সেনাবাহিনী থাকলে হয়তোবা তারা এটা প্রতিহত করতে পারত। তবে পুলিশের জলকামান আসতে আসতেই তারা আগুন দিয়ে ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে সমভোট পেলে হবে পুনঃভোট

শীতের শুরুতেই চামড়া শুকিয়ে রুক্ষ হওয়া থেকে রক্ষা করুন নিজেকে

তীব্র শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ধানক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

আবু সাঈদ হত্যা : ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

চলতি মাসেই ধেয়ে আসতে পারে আরও একটি ঘূর্ণিঝড়

বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের ভাইয়ের স্ট্যাটাস

সাগরে ফের লঘুচাপ, দেশের দুই বন্দরে ৩নং সতর্কসংকেত

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিলের হার বেড়ে ৭৪%

চড়াই-উতরাই পেরিয়ে সফল উদ্যোক্তা উৎসব সিং সাগর

১০

‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের’

১১

সৌন্দর্য ছড়াচ্ছে ‘টানেল মসজিদ’

১২

মেজাজ হারিয়ে কাকে চড় মারলেন পরেশ রাওয়াল?

১৩

মাদক ও সন্ত্রাসমুক্ত সাভার গড়ার অঙ্গীকার ডা. সালাউদ্দিন বাবুর

১৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

১৫

ইভিএমে ভোট দেওয়ার বিধান বাতিল

১৬

নীরবতা ভেঙে ফিরছেন শ্রদ্ধা

১৭

চীনের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

১৮

ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী 

১৯

নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি

২০
X