রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় পার্টিকে বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অংশ ও সহযোগী আখ্যা দিয়ে দলটির বিচার দাবি করেছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র জোট গণতন্ত্র মঞ্চ। তবে একই সঙ্গে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছয়দলীয় এই জোট।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এই দাবি এবং নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সম্পাদকমন্ডলির সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, মুখপাত্র মোঃ আবদুল কাদের, প্রেসিডিয়াম মেম্বার মোঃ আমিনুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ভুইয়া।

সভায় নেতারা বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ নিরঙ্কুশ করার স্বার্থে ধর্ম এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হতো। জনগণের মধ্যে বিভিন্নভাবে বিভেদ, বিভক্তি তৈরি করত। ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ট্যাগিংয়ের রাজনীতি, বিচারবহির্ভূত হত্যা, জুলুম করত।

তারা বলেন, অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ হবার কথা ছিল আইনের শাসন ও সামাজিক সুবিচারের। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, সরকারের এক বছর পরও আইনের শাসনের বালাই নেই। বরং সরকারের নিষ্ক্রিয়তা এবং কখনো কখনো প্রশ্রয়ে মব সন্ত্রাস চলছে। ধর্মের নামে মাজার ভাঙার যে প্রতিযোগিতা এ দেশে চলছে, সরকার তা থামানোর কোনো উদ্যোগ নেয়নি। ফলাফল গতকালের (শুক্রবার) কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনা। এ চরম অধর্মের ঘটনায় সরকারের ব্যর্থতা ন্যক্কারজনক। এসব ঘটনায় কয়েকটি রাজনৈতিক দলের প্রশ্রয়ের খবরও খুবই উদ্বেগজনক। আমরা অবিলম্বে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিটি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাই।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনারও আমরা নিন্দা বা প্রতিবাদ জানাই। আমাদের স্পষ্ট বক্তব্য, ফ্যাসিবাদী সরকারের অংশ ও সহযোগী জাতীয় পার্টির অবশ্যই বিচার হতে হবে এবং আইনি প্রক্রিয়া অবলম্বন করে তাদের কার্যক্রম স্থগিত করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের আছে। কিন্তু বিচারবহির্ভূত সব হামলা, লুটপাট, দখল প্রচেষ্টা, সংঘাত দেশে অরাজকতা তৈরি করছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এটি এখন প্রধান বাধা হয়ে উঠছে। নাগরিকদের অধিকার, সম্মান ও মর্যাদার রাষ্ট্র গড়ার পথে এগুলো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে এবং তা ফ্যাসিবাদী ব্যবস্থার ফিরে আসার পথও তৈরি করছে।

নেতারা বলেন, ধর্মের নামে, অভ্যুত্থানের নামে এসব ভাঙচুর, বিচারবহির্ভূত হামলা, অগ্নিসংযোগ, দখলবাজি, লুটপাটবাজি এখনি বন্ধ করতে হবে। এ ধরনের অরাজকতার সুবিধাভোগী হবে অভ্যুত্থানের পরাজিত শক্তি, সাবেক ফ্যাসিস্ট সরকার এবং সামগ্রিকভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা। বিশ্বব্যাপী বাংলাদেশকে আবারও একটি উগ্রবাদী, ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিতি দিতে পারে এসব দুর্যোগ। এসব হলে তার পরিণতি অভ্যুত্থানের পক্ষের সব শক্তিসহ জনগণকেই বহন করতে হবে। জনগণ ও রাজনৈতিক দলগুলোকেও যার যার অবস্থান থেকে এসব ষড়যন্ত্র ও দুষ্কর্মের প্রতিবাদ ও প্রতিরোধ করতে আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

জনগণকে সম্পৃক্ত করেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব: নীরব

ডাকসু নির্বাচন নিয়ে জরিপ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

পুঁচকে অ্যান্ডোরার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাড়মেড়ে জয়

যুবদল নেতা আলী আহমদের পাশে দাঁড়ালেন তারেক রহমান 

ভনের ভবিষ্যদ্বাণী / ২০২৭ বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা

রোনালদোর জোড়া গোলের ম্যাচে পর্তুগালের গোল উৎসব

বার্সায় ফিরলেন থিয়াগো

মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে : সেলিমুজ্জামান

১০

‘শর্টটাইম মেমোরি লস, অগোছালো কথা বলছেন নুর’

১১

লঙ্কানদের ৮০ রানে অলআউট করে জিম্বাবুয়ের বড় জয়

১২

পূজা উদযাপন পরিষদের বৈদ‍্যনাথ কর্মকার আর নেই

১৩

যানজট নিরসনে সিলেট হাইওয়ে পুলিশের বিশেষ নির্দেশনা

১৪

আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি নিয়ে সুখবর

১৫

বাংলাদেশি আইরিন-পলক জুটি বাঁধলেন হলিউড সিনেমায়

১৬

নুরাল পাগলার আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগের পেছনে যা ছিল

১৭

জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের

১৮

বিলের পানিতে গোসলে নেমে প্রাণ গেল ২ বোনের

১৯

কাজে দেরিতে আসায় তিন জেলেকে মারধর, অতঃপর...

২০
X