কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে : আমিনুল হক

খুদে ফুটবল প্রতিভা রিয়াদের সঙ্গে সাক্ষাৎ। ছবি: কালবেলা
খুদে ফুটবল প্রতিভা রিয়াদের সঙ্গে সাক্ষাৎ। ছবি: কালবেলা

বাংলাদেশের খেলাধুলার ভুবনে যুগান্তকারী ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে প্রতিটি অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ শিক্ষা, খেলাধুলা ও পারিবারিক দায়িত্বভার বহন করা হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার ১১ নম্বর সেক্টর মাঠে এক খুদে ফুটবল প্রতিভা রিয়াদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল হক এ কথা বলেন।

ফেরি করে বেলুন বিক্রি করা মাত্র ১১ বছর বয়সী রিয়াদের অসাধারণ ফুটবল প্রতিভা দেখে অভিভূত হন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। এ সময় তিনি রিয়াদের হাতে ফুটবল, বুট, জার্সি এবং তার বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

আমিনুল হক জানান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিয়াদের পড়াশোনা ও খেলাধুলার জন্য প্রতি মাসে একটি আর্থিক অনুদান তার পরিবারের কাছে পৌঁছে যাবে। রিয়াদ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিএনপি তার এবং তার পরিবারের পাশে থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, বিএনপি দেশব্যাপী প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য একটি বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলের ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, দাবা, সাঁতার, আরচারিসহ নানা ইভেন্টের খেলোয়াড়দের ছোট ভিডিও ফুটেজ পাঠাতে উৎসাহিত করা হবে। সেখান থেকে সেরা প্রতিভাবানদের বাছাই করে পুরস্কৃত করা হবে এবং আন্তর্জাতিক মানে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আমিনুল হক দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সামাজিক পরিবর্তন আনতে চাই। তরুণ সমাজকে মাঠমুখী করে একটি মাদকমুক্ত সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে চাই। ডিভাইসে আসক্ত নতুন প্রজন্মকে খেলাধুলায় ফিরিয়ে এনে জাতির ভবিষ্যৎকে আমরা আরও শক্তিশালী করব।

তিনি বলেন, বিএনপির নতুন কর্মসূচি ‘নতুন কুড়ি স্পোর্টস’—যার মাধ্যমে রিয়াদ, সোহানের মতো লুকানো প্রতিভাবান খেলোয়াড়দের একত্রিত করে একটি গুণগত সামাজিক পরিবর্তন জাতির সামনে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলম্বের চেষ্টা মানেই নির্বাচন বানচালের নীলনকশা : জবি শিবির

সেই মোদাব্বেরকে বুকে জড়িয়ে ধরলেন বিএনপি নেতা সালাম

দেশে গুডউইর আনুষ্ঠানিক যাত্রা শুরু

রাশিয়ার সঙ্গে একগুচ্ছ পারমাণবিক স্থাপনা বানাবে ইরান 

‘মথ’ ডালে রঙ মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রি, অতঃপর...

নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫ ভুল করেন অধিকাংশ মানুষ

বিশ্ব ইজতেমা কবে, জানালেন কেফায়াতুল্লাহ আজহারী

কোহলিকে পেছনে ফেলার সুযোগ বাবর আজমের সামনে

গণপিটুনিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে অবস্থান জানাল ইরান

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটে ভয়াবহ আগুন

১১

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি সিইসির বিশেষ আহ্বান

১২

আলু নিয়ে বিপাকে কৃষক

১৩

আমেরিকা-অস্ট্রেলিয়া নয়, বিশ্বের সবচেয়ে দামি পর্যটন ভিসা ছোট্ট এক দেশের

১৪

স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকচাপায় স্বামী নিহত

১৫

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

১৬

২৭ নভেম্বরেই জকসু নির্বাচন চায় আপ বাংলাদেশ

১৭

নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার

১৮

কাশ্মীরে ফিরল ১৫০ বছরের পুরোনো ঐতিহ্য

১৯

এক ম্যাচ খেলতে ১৪৬ কোটি টাকা পাচ্ছে আর্জেন্টিনা!

২০
X