বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের বাবা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সহসভাপতি ডা. মো. শওকত আলী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ অক্টোবর) দুপুর দুইটার দিকে রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মরহুম ডা. মো. শওকত আলী (৭০) মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন একজন পল্লী চিকিৎসক। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় তার নিজ গ্রামের যাদবপুর হাইস্কুল তথা প্রগতি বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে। ডা. মো. শওকত আলী জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগেও মহেশপুর উপজেলা শাখা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে তার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মন্তব্য করুন