কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে সরাতে হবে : আমীর খসরু 

জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় কথা বলেন আমীর খসরু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় কথা বলেন আমীর খসরু। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনেক উপদেষ্টা ইতোমধ্যে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। অন্তর্বর্তী সরকারে যদি প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকেন, তাহলে তাদের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। এই ব্যক্তিদের সরিয়ে দেওয়া প্রয়োজন। অন্যথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এটা একেবারে পরিষ্কার।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের জনগণ ১৭ বছর ধরে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংগ্রাম করেছে, লড়াই করেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তাই এখন যে নির্বাচন হবে, তা যেন সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়, সেটাই মূল চ্যালেঞ্জ।

তিনি বলেন, বর্তমান সরকার যদি সত্যিই সুষ্ঠু নির্বাচন চায়, তবে তাদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে। কারণ, নির্বাচন শুধু প্রক্রিয়ার নয়, এটি জনমানসের একটি গ্রহণযোগ্যতার বিষয়ও।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় দল বিএনপি কোনো অরাজকতা চায় না। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী ৪২টি রাজনৈতিক দল মিলে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে ৩১ দফা কর্মসূচি তৈরি করা হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলসমূহ মিলিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে, সেটিও বাস্তবায়ন করা হবে।

সভাপতির বক্তব্যে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশকে নিয়ে পতিত আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X