রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে দুর্ভিক্ষ ডেকে আনছে সরকার : ভিপি নুর

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

সরকার দেশে দুর্ভিক্ষ ডেকে আনছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মশারি মিছিলপূর্ব এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ব্যর্থতার প্রতিবাদে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি হয়।

নুরুল হক নুর বলেন, গত পরশু (বৃহস্পতিবার) ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, ভিন্নমতের দমন-পীড়ন ও মানবাধিকার কর্মীদের হয়রানিতে উদ্বেগ প্রকাশ করে প্রস্তাব পাস করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমারা বারবার অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। সরকার যদি সুষ্ঠু নির্বাচন না করে, বিদেশিরা নিষেধাজ্ঞা দিয়ে সরকারকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দিতে পারে। নিষেধাজ্ঞার ফলে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়বে। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে।

সরকার দেশে দুর্ভিক্ষ ডেকে আনছে- এমন অভিযোগ করে তিনি বলেন, শেখ হাসিনা আর ছলচাতুরি করে ক্ষমতায় থাকতে পারবেন না। এ বছরই তাকে বিদায় নিতে হবে। আমাদের পরিষ্কার কথা, সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

ডেঙ্গুর ভয়াবহতা উল্লেখ করে নুর বলেন, ঢাকায়ও মশার ওষুধ কেনার জালিয়াতি করা হয়েছে। ভুয়া কোম্পানি থেকে মশার ওষুধ কিনেছে। এরা বাটপার, প্রতারক, ভুয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন পিষ্ট। এরা জনগণের জন্য কিছু করবে না। এই অবৈধ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমরা একটা একটা করে সব সমস্যার সমাধান করব। সৎ সাহসীদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে গণঅধিকার পরিষদ গণমানুষের জন্য রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, একটা ডাব কিনতে ২০০ টাকা লাগে। সব জিনিসের দাম আকাশচুম্বী। জনগণ যে কষ্টে আছে সেটা এই সরকার বুঝবে না। একটা লুটেরা সরকার, ভোট চোর সরকার ক্ষমতায় রয়েছে। দেশ-বিদেশে সব জায়গায় এই সরকারকে ভোট চোর বলে মানুষ। গত দুইটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই আমরা বলছি, এবার অন্তত আল্লারঅস্তে জনগণকে ভোট দেওয়ার সুযোগটা দিন। আপনি আগে ক্ষমতা ছাড়ুন, তারপর নির্বাচন দিন। ভোট দিতে চাওয়া তো আমাদের কোনো অপরাধ না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মানুষ মারা যায়, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্লেনে উড়ে সিঙ্গাপুর চিকিৎসার জন্য চলে যান। ঢাকার দুই মেয়র ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ, কিন্তু তাদের পদত্যাগ চেয়ে লাভ নেই। কারণ তারা জনগণের ভোটে মেয়র হননি যে, তারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সরকারের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলছে, এই আন্দোলন যে কোনো মূল্যে সফল করতে হবে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ( ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।

সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মশারি মিছিল শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১০

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১১

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

১২

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

১৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

১৪

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

১৫

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

১৬

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূলহোতা নারী গ্রেপ্তার

১৭

খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক : কবীর ভূইয়া

১৮

ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি, যা বলছে নোবেল কমিটি

১৯

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

২০
X