কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

রায় প্রমাণ করেছে স্বৈরশাসকরাও আইনের ঊর্ধ্বে নয় : সাইফুল হক

বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তাতে প্রমাণিত হয়েছে স্বৈরশাসকরাও আইন ও বিচারের ঊর্ধ্বে নয়।’

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভায় রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধে গণহত্যার বিচার যেমন প্রতিশোধের বিষয় নয়, চব্বিশের হত্যাকাণ্ডের বিচারও কোনো শোধ-প্রতিশোধের বিষয় নয়। হত্যাকাণ্ডের বিচার না হলে, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত হবে না। ভবিষ্যতে কেউই আর যেন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নারকীয় শাসন আর হত্যাযজ্ঞ সংঘটিত করতে না পারে, এই বিচার সেক্ষেত্রে বড় মাইলফলক হিসেবে কাজ করবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘যে কানো মূল্যে গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। এবার অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করা না গেলে, অদূর ভবিষ্যতে আর একটি গণঅভ্যুত্থান অপরিহার্য হয়ে উঠবে।’

তিনি বলেন, ‘সংবিধানসহ প্রশাসনের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি লুটেরা-দুর্বৃত্ত অর্থনীতির অবসান ঘটাতে না পারলে কোনো সংস্কারই টেকসই হবে না।’

মওলানা ভাসানীর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক বলেন, ‘রাজনৈতিক হীনমন্যতার কারণে এখানকার সরকার ও শাসকগোষ্ঠী মওলানাকে উপযুক্ত মর্যাদা দিতে পারেনি।’

মওলানা ভাসানীকে দেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘যতদিন শোষণ আর বৈষম্য থাকবে, ততদিন ভাসানী আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবেন; দ্রোহ আর বিদ্রোহের প্রতীক হিসেবে তিনি থাকবেন।’

পার্টির টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে এবং আওয়াল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু, মওলানা ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু, সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, এমডি ফিরোজ, কেন্দ্রীয় সংগঠক যুবরান আলী জুয়েল, জেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি প্রমুখ।

বক্তারা মওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় উদ্যোগে পালনের দাবি জানান।

এর আগে সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সাইফুল হকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় রাংকুট বৌদ্ধবিহার

সশস্ত্র বাহিনী, জনতার ঐক্য এবং জাতীয় নির্বাচন

শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা

জকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ৩১২ জন

শেখ হাসিনার রায় নিয়ে ‘বিস্ফোরক মন্তব্য’ শুভেন্দুর

১০

‘হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়’

১১

আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্প / অধিগ্রহণের টাকা না দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রতিবাদ

১২

জবি ‘বি’ ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন

১৩

ওমরায় গিয়ে এক পরিবারের ৩ প্রজন্মের সবাই নিহত

১৪

অবশেষে চসিকের প্রধান নির্বাহীকে বদলি

১৫

দুঙ্গার সাক্ষাৎকার / ‘ভিনিসিয়ুস মাঠের নেতা, ড্রেসিংরুমের নয়’

১৬

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

১৭

প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে

১৮

‘রায় কার্যকর না হওয়া পর্যন্ত জনমনে সন্তুষ্টি আসবে না’

১৯

এবার নিজাম হাজারীর বাড়িতে আগুন

২০
X