কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

রায় প্রমাণ করেছে স্বৈরশাসকরাও আইনের ঊর্ধ্বে নয় : সাইফুল হক

বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তাতে প্রমাণিত হয়েছে স্বৈরশাসকরাও আইন ও বিচারের ঊর্ধ্বে নয়।’

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভায় রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধে গণহত্যার বিচার যেমন প্রতিশোধের বিষয় নয়, চব্বিশের হত্যাকাণ্ডের বিচারও কোনো শোধ-প্রতিশোধের বিষয় নয়। হত্যাকাণ্ডের বিচার না হলে, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত হবে না। ভবিষ্যতে কেউই আর যেন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নারকীয় শাসন আর হত্যাযজ্ঞ সংঘটিত করতে না পারে, এই বিচার সেক্ষেত্রে বড় মাইলফলক হিসেবে কাজ করবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘যে কানো মূল্যে গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। এবার অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করা না গেলে, অদূর ভবিষ্যতে আর একটি গণঅভ্যুত্থান অপরিহার্য হয়ে উঠবে।’

তিনি বলেন, ‘সংবিধানসহ প্রশাসনের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি লুটেরা-দুর্বৃত্ত অর্থনীতির অবসান ঘটাতে না পারলে কোনো সংস্কারই টেকসই হবে না।’

মওলানা ভাসানীর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক বলেন, ‘রাজনৈতিক হীনমন্যতার কারণে এখানকার সরকার ও শাসকগোষ্ঠী মওলানাকে উপযুক্ত মর্যাদা দিতে পারেনি।’

মওলানা ভাসানীকে দেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘যতদিন শোষণ আর বৈষম্য থাকবে, ততদিন ভাসানী আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবেন; দ্রোহ আর বিদ্রোহের প্রতীক হিসেবে তিনি থাকবেন।’

পার্টির টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে এবং আওয়াল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু, মওলানা ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু, সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, এমডি ফিরোজ, কেন্দ্রীয় সংগঠক যুবরান আলী জুয়েল, জেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি প্রমুখ।

বক্তারা মওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় উদ্যোগে পালনের দাবি জানান।

এর আগে সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সাইফুল হকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলাসবহুল হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতার মেয়ের লাশ উদ্ধার

মুস্তাফিজের পরিবর্তে যাকে দলে ভেড়াতে পারে কলকাতা

মাদুরোকে নিয়ে মুখ খুললেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

যে ৭ সময় ব্যবস্থাপনা কৌশল জানা থাকা জরুরি

ব্রিজের রেলিং ভেঙে নদে ট্রাক, করুণ পরিণতি

বেগম খালেদা জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ : আসাদুজ্জামান

রাজধানীর শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

বিপুল তেলসম্পদে ভরপুর ভেনেজুয়েলার দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র

হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ

নামাজে গিয়ে প্রাণে বাঁচলেন ৩৫ ছাত্র-শিক্ষক

১০

এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে আজ

১১

শীতকালে শরীর গরম ও সুস্থ রাখার জন্য সেরা খাবার

১২

নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে মাদুরোকে

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৪

রাজধানীর যেসব এলাকায় মার্কেট রোববার বন্ধ

১৫

বিভিন্ন পদে জেলা পরিষদে চাকরির সুযোগ

১৬

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

১৮

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

১৯

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

২০
X