

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েনে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ সংকটের মুখে। এই সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ এবং জাতীয়তাবাদী দর্শনসম্পন্ন একটি রাজনৈতিক দলই দেশকে রক্ষা করতে পারে; আর সেই দলটি হচ্ছে বিএনপি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর নিউমার্কেটে বিশ্বাস বিল্ডার্স ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রবিউল আলম বলেন, বিএনপি বারবার নির্বাচিত রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে এবং আঞ্চলিক শক্তি ও আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে। বিভিন্ন দেশের সঙ্গে বিএনপির কূটনৈতিক সম্পর্ক ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সংকটে শখ মেটানোর সুযোগ নেই। দেশ এখন স্বস্তিতে নেই। এই সময় নতুন বা ছোট রাজনৈতিক দল দিয়ে রাষ্ট্র পরিচালনার এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, এক সময় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা জামায়াতে ইসলামী সবাই ক্ষমতায় ছিল। বিষয়টি দল নয়, বিষয়টি হলো- আজ এই মুহূর্তে দেশের প্রয়োজনে বিএনপিকে দরকার। আঞ্চলিক ও পরাশক্তিগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে; আর এই পরিস্থিতিতে বিএনপিই জনগণকে প্রতিনিধিত্ব করতে সক্ষম।
নির্বাচনী প্রচারণায় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকবে- এটাই সৌন্দর্য। কিন্তু এবার সবাইকে এক হয়ে বিএনপির পাশে দাঁড়াতে হবে, ধানের শীষকে বিজয়ী করতে হবে।
ভোটারদের উদ্দেশে বিএনপির এই প্রার্থী বলেন, শুধু নিজের ভোট দিলেই হবে না; পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। আপনারা তাদের বললেই দল শক্তিশালী হবে, আমিও যোগ্য হবো।
শেখ রবিউল আলম অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি দেশবাসীর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবিলার আহ্বান জানান।
এ সময় এলাকাবাসী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন