

আপিল শুনানির ৫ম দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত চতুর্থ দিনের আপিল শুনানি শেষে কালবেলাকে এ তথ্য জানিয়েছেন মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ।
তিনি জানান, আপিলের ৫ম দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, খাগড়াছড়ি- ১ আসনে মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজি , ফেনী- ২ আসনে মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া এবং ময়মনসিংহ-৭ আসনে মাওলানা আব্দুল কুদ্দুস ।
এর আগে, গত চার দিনের আপিল শুনানিতে দলটির আরও এগারো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে শুনানিতে মজলিসের মোট চৌদ্দ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেছেন।
মন্তব্য করুন