কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে গ্যাং সদস্যদের সহিংসতা, জরুরি অবস্থা জারি

নিরাপত্তা বাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত
নিরাপত্তা বাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত

গুয়াতেমালায় কারাগারে গ্যাং সদস্যদের সহিংস দাঙ্গা হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। এ ঘটনায় দেশটিতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সহিংসতায় রাজধানীতে অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হন। এছাড়া ৩টি কারাগারে গ্যাং সদস্যরা বহু মানুষকে জিম্মি করে। রোববার জারি করা এই জরুরি আদেশের ফলে নাগরিক স্বাধীনতা সীমিত হবে এবং নিরাপত্তা বাহিনী আদালতের পূর্বানুমতি ছাড়াই কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করতে পারবে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হলেও এখনো পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আরেভালো বলেন, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে। আমাদের গ্যাং ও তাদের সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে লড়াই থেকে সরে আসা ঠেকাতে এটি করা হয়েছে। কিন্তু তারা সফল হবে না।

তিনি জানান, সব জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং হামলায় নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে নিলে শনিবার কারাগারে দাঙ্গা শুরু হয়। এদের মধ্যে গুয়াতেমালার ব্যারিও ১৮ গ্যাংয়ের কারাবন্দি নেতা আলদো দুপি ছিলেন। তিনি‘এল লোবো’ বা ‘দ্য উলফ’ নামে পরিচিত।

ব্যারিও ১৮ এবং তাদের প্রতিদ্বন্দ্বী গ্যাং মারা সালভাত্রুচা (এমএস-১৩)–কে গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে। এক মাস পর গুয়াতেমালার কংগ্রেসও একই ঘোষণা দেয়। দাঙ্গার সময় গ্যাং–সংশ্লিষ্ট বন্দিরা গুয়াতেমালা সিটি ও আশপাশের ৩টি কারাগারে মোট ৪৬ জন কারারক্ষী ও কর্মচারীকে জিম্মি করে। এর মধ্যে আলদো দুপিকে রাখা ছিল সর্বোচ্চ নিরাপত্তার সেই কারাগারও ছিল।

রোববার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এল লোবোর কারাগারের দাঙ্গা দমন করা হয়। পরে আরও দুটি কারাগারেও অভিযান চালানো হয়। অভিযানের পর নিরাপত্তা বাহিনীর হেফাজতে রক্তমাখা শার্ট পরা অবস্থায় আলদো দুপির ছবি প্রকাশ করা হয়।

অভিযান শেষ হওয়ার পরপরই পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে অন্তত সাতজন পুলিশ নিহত ও ১০ জন আহত হন। কিছু গণমাধ্যমে মৃতের সংখ্যা আট পুলিশ ও একজন সন্দেহভাজন গ্যাং সদস্য বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১০

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১১

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১২

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৩

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৪

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৬

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৭

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৮

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৯

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

২০
X