কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

পুলিশের বাধায় পণ্ড কর্মসূচি

মিছিল নিয়ে জিরো পয়েন্ট মোড়ে গেলে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। ছবি : সংগৃহীত
মিছিল নিয়ে জিরো পয়েন্ট মোড়ে গেলে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। ছবি : সংগৃহীত

লোডশেডিং বন্ধ এবং বিদ্যুৎ-সংকট সমাধানের দাবি করে গণতন্ত্র মঞ্চের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে জিরো পয়েন্ট মোড়ে বাধা দেয় পুলিশ। সমাবেশ থেকে আগামী ১৯-২১ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করে দলটি।

সমাবেশ শেষে মিছিল নিয়ে জিরো পয়েন্ট মোড়ে গেলে সেখানে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ব্যারিকেড দিয়ে থামায় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরে সেখানেই সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সরকার পুলিশ বাহিনীকে জনগণের কণ্ঠরোধ করতে বাধ্য করছে। বিক্ষোভ দমন করতে ব্যবহার করছে। যে পুলিশের বেতন জনগণের ট্যাক্সের টাকায় হয় সে পুলিশ আজ মানুষের বিক্ষোভ দমন করছে। পুলিশ আজ লুটেরাদের পাহারাদারে পরিণত হয়েছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যেভাবে বাধা দিয়েছে তার নিন্দা জানাই। পুলিশের উদ্দেশে বলতে চাই, আপনাদের দায়িত্ব পালন করুন। অবৈধ সরকারের সহযোগী হিসেবে আপনাদের দেশের মানুষ দেখতে চায় না। গত ১৫ বছরে আপনারা জনগণের বিরুদ্ধে যে অপরাধ করেছেন তার তালিকা হয়েছে, প্রত্যেকের অপরাধের হিসাব নেওয়া হবে। এই ঈদের পর আরেকটা ঈদ এই সরকার দেখতে পাবে না।’

মিছিলের আগে হওয়া সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই বছর বাংলাদেশের যত মুদ্রার ঘাটতি দেখা গেছে তা গত কয়েক বছরে হয়নি। এ সরকারের কাছে বাংলাদেশের জনগণ বিদ্যুৎ পাবে না, নিরাপত্তা পাবেন না, ভোট দিতে পারবেন না। এই সরকারের যাওয়ার সময় হয়েছে।’ আ স ম আব্দুর রব বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। জনগণের স্বার্থে মানুষের স্বার্থে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এ সরকারকে আগে পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে দরকার অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের পায়ের তলে মাটি নাই।’

সভাপতির বক্তব্যে কর্মসূচি ঘোষণা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম। তিনি বলেন, ‘এই সরকারের পদত্যাগসহ গণতন্ত্র মঞ্চের ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ থেকে ২১ জুলাই গণতন্ত্র মঞ্চ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি করবে।’

কী বলছে পুলিশ

নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, ‘সচিবালয় সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে হুট করেই কেউ মিছিল নিয়ে আসতে পারে না বা এর সামনে কেউ সমাবেশ করতে পারে না। তাই গণতন্ত্র মঞ্চের মিছিল নিয়ে এখানে আসার সুযোগ নেই। এ জন্যই মিছিলে বাধা দেওয়া হয়েছে। আমরা ধৈর্যের সঙ্গে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

১০

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১১

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

১২

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

১৩

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

১৪

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

১৫

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

১৬

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

১৭

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১৮

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১৯

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

২০
X