কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ তলে তলে সরকার পতন আন্দোলনে তৈরি হয়েছে : যুবদল সভাপতি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- ‘তলে তলে সমঝোতা হয়ে গেছে’। আমি বলি, দেশের জনগণ তলে তলে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে তৈরি হয়ে গেছে।

আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়।

টুকু বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ডাক্তাররা বলেছেন- তাকে বাঁচাতে হলে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকার বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের ব্যবস্থা করুন, অন্যথায় সুচিকিৎসার অভাবে তার কোনো দুর্ঘটনা ঘটলে সমস্ত দায়ভার সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, একদফা দাবিতে আন্দোলন চলছে। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই এই অবৈধ সরকারের পতন ঘটিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। সরকারের পদত্যাগ ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না বলে দাবি করেন যুবদলের এই সভাপতি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন-দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামুসজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, মীর সরফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, ওলামা দলের শাহ নেছারুল হক প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / নবজাতকের জন্ডিস হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় আসা কে এই নাসির মোড়ল

নড়াইলে প্রবাসীর বাড়ি ভাঙচুর, ১০ লাখ টাকা চাঁদা দাবি

হাসনাতের ওপর হামলা / শিবির সভাপতির কড়া হুঁশিয়ারি

জুবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের অসুবিধা চান না তারেক রহমান

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পিনাকীর প্রতিক্রিয়া

আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়ে তারেক রহমানের স্ট্যাটাস

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

পাত্রীপক্ষকে পাত্রের খবর জানিয়ে প্রাণ গেল বৃদ্ধের

আবারও চট্টগ্রাম বন্দরে বন্ধ থাকা রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানার চালু

১০

ছাত্রদল নেতা মেহেদী হাসানকে অর্থসহায়তা দিলেন তারেক রহমান

১১

কোরবানির পশুর চামড়ার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশ

১২

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

১৩

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৪

হাসনাত আবদুল্লাহর ওপর হামলা, প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল

১৫

ছাত্রীর বিষপানে মৃত্যু, মাদ্রাসার প্রিন্সিপাল আটক

১৬

ছেলের চুরির অভিযোগে মায়েদের নাকে খত, বিএনপি নেতাকে অব্যাহতি

১৭

হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, সিলগালা ২

১৮

‘হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও’

১৯

হাসনাতের ওপর হামলার বিষয়ে ছাত্রদল সম্পাদক নাসিরের স্ট্যাটাস

২০
X