বৃহস্পতিবার রাজধানীতে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স- বাংলাদেশ মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের কনভেনশন চলাকালে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, এর আগেও নাহিদকে অপহরণ করে দীর্ঘ নয় মাস গুম করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরণের লোমহর্ষক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কুটকৌশল গ্রহণ করেছে কতৃর্ত্ববাদী আওয়ামী শাসকগোষ্ঠী। কিন্তু এবার তা কোনোক্রমেই সম্ভব নয় বলেই আওয়ামী সরকার হিংস্র হয়ে উঠেছে। আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই জনগণ বরদাশত করবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবেই। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোনো নেতাকর্মীকে আটক এবং হদিস না দেয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরণের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকান্ড পরিচালিত হচ্ছে। ২০১৮ সালের মিডনাইট নির্বাচনের পর থেকেই সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। আওয়ামী সরকারের বিনা ভোটে ক্ষমতায় থাকার লালসা দিনকে দিন বৃদ্ধিই পাচ্ছে, কারণ ক্ষমতায় থাকলেই লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পরিবার-পরিজনদেরকে বিত্ত—বিলাসে রাখা যায়। সেজন্য অবৈধ শাসকগোষ্ঠী গুম, গ্রেফতার, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলশুন্য না করলে দেশে নব্য বাকশালী ব্যবস্থা কায়েম করা সম্ভব নয় বলেই বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই ধারাবাহিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল- নরসিংদী জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ কে আইনশৃঙ্খলা বাহিনী কতৃর্ক তুলে নিয়ে যাওয়া ও হদিস না দেওয়ার লোমহর্ষক ঘটনা নি:সন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত। সিদ্দিকুর রহমান নাহিদ নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।
অবিলম্বে সিদ্দিকুর রহমান নাহিদকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে বলে জানান মির্জা ফখরুল।
মন্তব্য করুন