তপশিল ঘোষণার পর যখন বিএনপির তর্জন-গর্জন ও বিদেশি প্রভুদের দিয়ে কাজ হচ্ছে না বুঝতে পারবে, ঠিক তখন তারা মানসিকভাবে শকড হবে। তখনই তারা নির্বাচনে আসবে। হ্যাঁ, ওই সময় হয়তো আমি থাকব না। আমাকে হয়তো মেরে ফেলা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
শামীম ওসমান বলেন, বিএনপির সঙ্গে জামায়াত শাপলা চত্বরে সভা ডেকেছে। আমি এতে প্রচণ্ড শকড হয়েছি। আমি নতুন প্রজন্মের ছেলেদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি এ জন্য যে, পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ, যেখানে স্বাধীনতাবিরোধী হয়েও রাজনীতি করার সুযোগ পায়।
তিনি আরও বলেন, আমার কাছে মনে হচ্ছে জামায়াত বাংলাদেশটাকে খুব দ্রুতগতিতে পেছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে। আগামী এক মাস চরম উত্তেজনামূলক পরিবেশ থাকবে।
মন্তব্য করুন