জামাত-বিএনপি জঙ্গি সন্ত্রাসী চক্রকে দমন ও ক্ষমতার বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জামাত-জঙ্গি-বিএনপি সন্ত্রাসী চক্রকে দমন ও ক্ষমতার বাইরে রাখার বিকল্প নেই।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচন করতে হবে একথা উল্লেখ করে ১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেন, রাজাকার-বিএনপি সন্ত্রাসী চক্রের সাথে জাতীয় ঐক্যের নামে কোন মিটমাট করা যাবে না। আগুনসন্ত্রাসীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করেই সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, তাদের আসল উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন না, তাদের আসল উদ্দেশ্য আগুনসন্ত্রাস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের পথে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করা এবং অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনা। বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের এ দুরাশা বাংলাদেশের জনগণ কখনই সফল হতে দিবে না।
বিএনপি-জামাত গণতন্ত্রের ফেরেশতা না, রাজনীতির শয়তান-সন্ত্রাসী দানব মন্তব্য করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, খুনি-দণ্ডিত-আগুন সন্ত্রাসীদের কোন ছাড় নেই। জঙ্গিবাদী-দুর্নীতি-লুটপাটকারীদের দমন ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম এর ভেতরেই বৈষম্য অবসান করে সমাজতন্ত্রের পথের সংগ্রামও এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে লিখিত বক্তব্য পাঠান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বায়ক আমির হোসেন আমু এমপি। বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে) এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক রেজাউর রশিদ চৌধুরী খাজা প্রমুখ।
লিখিত বক্তব্যে আমির হোসেন আমু বলেন, দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে বিএনপি মাছ শিকার করতে চাচ্ছে। ১৪ দল তা হতে দেবে না।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি-জামাতের ২৮ তারিখের তাণ্ডব বিদেশি রাষ্ট্রদূতদের দেখানো হলে তারা কোন কথা বলেনি। এই কথা না বলার মধ্যেই অনেক কথা রয়েছে। তারা এ দেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সহজে করতে দিবে না।
মন্তব্য করুন