ঢাকায় গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা ও বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একদফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ সফল করতে সায়েদাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৭টায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে রাজধানীর ব্যস্ততম সায়েদাবাদের জনপথ সড়কে মিছিল হয়।
এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সর্দার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসেমি দিপু, সহসাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন সাবু, সহকৃষি বিষয়ক সম্পাদক ইমদাদ মজুদার, সহআপ্যায়ন বিষয়ক সম্পাদক পাশা, সদস্য মামুন ও কেন্দ্রীয় নেতা ইমরুল কায়েসসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
মন্তব্য করুন