রংপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মোস্তফার হাতে এ সংক্রান্ত পত্র তুলে দেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। আমি বিশ্বাস করি ওই পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন। সেই সাথে আপনি পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।’
২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে মোস্তফা জাতীয় পার্টির হয়ে রংপুর সিটির মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টি রংপুর জেলার আহ্বায়ক ও মহানগরের সভাপতির দায়িত্বের পাশাপাশি দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন