মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র সংগ্রহ করেননি রওশনসহ তার অনুসারীরা 

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ (২৪ নভেম্বর) শুক্রবার পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তার সঙ্গে থাকা এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ, ভাগ্নে বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাসহ অনুসারীদের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। যদিও দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জাপা চেয়ারম্যান রাঙ্গাকে বহিষ্কার করেছেন। জানা গেছে, রওশন এরশাদ ও সাদের জন্য আরেকদফা দলীয় মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ফরম বিতরণের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল শনিবার (২৫ নভেম্বর) এই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে। যদিও রওশন এরশাদের মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে দলের পক্ষ থেকে ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে দেখা গেছে। এখন রওশন ও ছেলে সাদসহ এই পক্ষের লোকদের মনোনয়নপত্র সংগ্রহ না করার কথা বলছে কাদেরপন্থিরা। দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক হাজার ৭৫২ জন মনোনয়নপ্রত্যাশী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। এর মধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি এবং ২৪ নভেম্বর ১৫টি ফরম কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা।

শনিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বেগম রওশন এরশাদ ও সাদ এরশাদ এখনো মনোনয়ন ফরম নেননি। জাতীয় পার্টি প্রতিষ্ঠায় রওশন এরশাদের অনেক অবদান ও ত্যাগ আছে। তিনি নির্বাচন করলে, আমরা তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করব।

তিনি আরও বলেন, বেগম রওশন এরশাদ আজ আমাকে ফোন করেছিলেন। হরতাল ও অবরোধের কারণে আমাদের অনেক মনোনয়নপ্রত্যাশী ঢাকায় আসতে পারেনি। তাদের জন্য ফরম বিতরণের সময় এক দিন (২৫ নভেম্বর) বাড়ানো হয়েছে। রওশন এরশাদের জন্য কোনো সময়ের বাধ্যবাধকতা নেই। তিনি যখন বলবেন, তখনই মনোনয়ন ফরম দেওয়া হবে। বেগম রওশন এরশাদ চাইলে, মনোনয়ন ফরম তার বাসায় পৌঁছে দেব। তিনি আমাদের শ্রদ্ধাভাজন।

জানা গেছে, সাদ এরশাদের আসন রংপুর-৩ এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জি এম কাদের নিজেই। আর রাঙ্গার আসন থেকে মনোনয়ন কিনেছেন ছাত্রসমাজের এক নেতা। ঢাকা-১৮ আসনে প্রার্থী হতে আগ্রহী জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

পাকিস্তানের হাইকমিশনারের ঢাকা ত্যাগ নিয়ে নানা গুঞ্জন

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

একপাশে অটোরিকশা স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

আ.লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মদদেই : এলডিপি মহাসচিব

১০

যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের

১১

বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

১২

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা করলেন বাবা-মা

১৩

তেল কম দেওয়ায় পেট্রল পাম্প সিলগালা করে দিল বিএসটিআই

১৪

জুলাই আন্দোলনে আহত তালিকায় ছাত্রলীগ কর্মী

১৫

পকেট কমিটি বাতিলের দাবিতে বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ

১৬

রিয়ালকে চারবার হারিয়ে যে রেকর্ড গড়ল বার্সা

১৭

ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক

১৮

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখতে হবে : আমিনুল হক

১৯

চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ অবৈধ অনুপ্রবেশকারী আটক

২০
X