তপশিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান অষ্টম দফার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২৮ নভেম্বর) সকালে সাইন্সল্যাব এলাকায় এই মিছিল হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শামীম আহমেদ।
মিছিলে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফি ইসলাম।
এ ছাড়া মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব, শাহিনুর ইসলাম শাহিন, সূর্যসেন হল সভাপতি শামিম শুভ, হাজী মোহাম্মদ মুহসিন হল যুগ্ম সম্পাদক মিনহাজুল হক নয়ন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের যুগ্ম সম্পাদক রাকিব, মহানগর দক্ষিণের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মিশন, ঢাকা কলেজ ছাত্রদলের প্রশিক্ষণ ও কর্মসূচি সম্পাদক রাশেদ ইসলাম এবং রোকনে ফিদ্দাদ সিয়াম, ইস্ট্রান বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ওসমান শেখ, যুগ্ম আহব্বায়ক আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন