দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল, আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী একাদশ দফার অবরোধ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বিরুদ্ধে সাজার ঘটনায় জেলাব্যাপী হরতাল সফলে ফেনির পরশুরামে মশাল মিছিল করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেনি-পরশুরাম সড়কের চিথলিয়া বাজার থেকে নাছিম কলেজ পর্যন্ত এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও আবুল খায়ের লিটন।
একদফা আন্দোলনের ধারাবাহিকতায় একাদশ দফায় বিএনপির ডাকা দেশব্যাপী ৩৬ ঘন্টার অবরোধ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হবে, যা বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। এছাড়া ফেনি-১ আসনে বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর বিরুদ্ধে সাজার ঘটনায় জেলা বিএনপির ডাকে মঙ্গলবার ফেনি জেলাব্যাপী হরতাল কর্মসূচি পালিত হবে।
মন্তব্য করুন