আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা একাদশ দফায় দেশব্যাপী চলমান ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে মতিঝিলের শিল্পব্যাংক ভবন থেকে দৈনিক বাংলা অভিমুখে এই মিছিল হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, মোরশেদ আলম, হেদায়েত হোসেন ভূঁইয়া, যুবদল নেতা ফখরুল বিন খালেক, আমজাদ হোসেন খোকন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা তফাজ্জ্বল হোসেন কাজল রানা, মনোয়ার হোসেন মানিক, ইমন প্রমুখ নেতারা।
মন্তব্য করুন