

চট্টগ্রামে সীতাকুণ্ডে যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া তিন যুবদল নেতা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু। বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য জেলা ও উপজেলা যুবদলের তাদের তিনজনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়াসহ স্ব পদে বহাল করা হলো।
এদিকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কারণে উপজেলা যুবদলের মধ্যে আনন্দ বিরাজ করছে।
এ সময় যুবদলের নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে উপজেলা যুবদলকে সুসংগঠিত রেখেছিল মো. ফজলুল করিম চৌধুরী।
এ বিষয়ে যুবদল নেতা মো. ফজলুল করিম চৌধুরী বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি করি, কোনো পদের জন্য নয়। দল আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব আমাকে পুনরায় দিয়েছে তা যেন অক্ষুণ্ন রাখতে পারি।
মন্তব্য করুন