আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে গণতন্ত্রের স্বার্থে তা বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারি আবু তাহের।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
আবু তাহের বলেন, আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় থাকতে নির্বাচনের নামে প্রহসন-তামাশার আয়োজন করেছে। জনগণকে বলব, আপনারা এই নির্বাচনী তামাশা বর্জন করুন। আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না। ভোট বর্জনের মধ্য দিয়ে সরকার ও একতরফা নির্বাচনের প্রতি আপনাদের অনাস্থার বহিঃপ্রকাশ ঘটান।
বিবৃতিতে তিনি দেশবাসীকে ফেলানী হত্যা দিবস পালনের আহ্বানও জানান।
মন্তব্য করুন