কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির হাইকমান্ডকে চিঠি

যোগ্য-ত্যাগীদের দিয়ে মহিলা দলের কমিটি গঠনে হস্তক্ষেপ কামনা 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সম্মেলনে দুঃসময়ে দলের সঙ্গে বেইমানি করা, অযোগ্যদের দিয়ে কমিটি গঠন করা হতে যাচ্ছে এমন অভিযোগ করে ত্যাগী, যোগ্যদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে বিএনপির হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ লক্ষ্যে রোববার (১০ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন মহিলা দলের সাবেক নেত্রী ও সাবেক কাউন্সিলর মনি বেগম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

মনি বেগম সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে বরাবরই সক্রিয় থেকেছেন বলে দাবি মহিলা দলের অনেকের।

সোমবার (১১ মার্চ) নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ধারণ করে আমরা এবং এ দেশের সমগ্র জনগণ আন্দোলন সংগ্রামে রাজপথে আছি। যারা দুঃসময়ে দলের সঙ্গে বেইমানি করে দলে ফায়দা লুটে ভালো মানুষের মুখোশ পরে দালালি করে পদ নিয়েছেন- তাদের মূল্যায়ন হচ্ছে। দীর্ঘদিন ধরে দলের কান্ডারি রাজপথের সক্রিয় কর্মী তাদের মহিলা দলের কোনো প্রোগ্রামে ডাকা হয় না, কোনো কমিটিতে রাখা হয় না, প্রোগ্রামে যাওয়ার পরে তাদের কথা বলতে দেয় না, সেখান থেকে বের করে দেয়। মহানগর দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার, লিজা, হাশি, ফেরদৌসিসহ আরও অনেক সদস্যের শিক্ষাগত ও বিভিন্ন যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। বিষয়টি মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ ও বিএনপির কিছু সিনিয়র নেতাকে বারবার জানানো হয়েছে। অনেক সময় উনারা বলেন নেতৃত্বের কাছে তারাও অসহায়, অপারগ। বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানানোর জন্য পরামর্শ দেন।

চিঠিতে আরও বলা হয়েছে, মহানগর দক্ষিণ মহিলা দলের অধীন প্রায় থানায় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ব্যক্তিগত লোক। অশিক্ষিত, অযোগ্য মহিলাদের টাকার বিনিময়ে আহ্বায়ক ও পূর্ণাঙ্গ কমিটি করা হয় এবং তাদের সম্মেলনের পরবর্তীতে পুনরায় বহাল করা হবে। নিজের ব্যক্তিগত লোক দিয়ে কমিটি করে সম্মেলন করা ও তাদের পদ-পদবি ঠিক রাখা এটা কি দলের জন্য অশনিসংকেত নয়? কেন্দ্রীয় নেত্রী যদি দলকে ভালোবাসেন, তাহলে দক্ষিণের দায়িত্বে কেন সম্পূর্ণ মাঠের নেত্রীদেরকে বাদ দিয়ে তিন বার মহানগর আহ্বায়ক কমিটি করা হয়? এটা দলের জন্য অশনিসংকেত নয়? প্রত্যেক বাদ পড়া নির্যাতিত মহিলা নেত্রীরা কখনো মূল দল কিংবা অন্য দলের সঙ্গে মিটিং-মিছিল করে।

এখন সম্মেলনের জন্য আবার নিজস্ব লোক নিয়ে মহড়া দিচ্ছে। তারা নাকি তাদের ভোটার। তাদের ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি দিবে। এতে ২৫টি থানায় ও মহানগরে পদবঞ্চিত নেত্রী, সাবেক ও বর্তমান কমিশনাররাও বাদ পড়েছে। দলের স্বার্থে মহিলা দলের যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে ঢাকা মহানগর দক্ষিণে একটি সুশৃঙ্খল কমিটি দেওয়ার জন্য আপনার হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করছি।

চিঠির সবশেষে প্রত্যয় ও আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, স্বৈরাচারী সরকারকে হঠিয়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে রাজপথে থাকব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। এই দেশে আপনি ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ও গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং ১৮ কোটি মানুষের ভবিষ্যৎ দিকনির্দেশক হিসেবে ফিরে আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ঢাকাসহ তিন বিভাগে বজ্রবৃষ্টি 

ক্যান্টনমেন্টে সেদিন কী ঘটেছিল, স্ট্যাটাসে জানালেন সারজিস

‘এত অতিকথন ভালো নয়’, হাসনাতকে জিল্লুর রহমান

৬ বছরের শিশুকে নিপীড়ন, যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা জাকি, দেশসেরা ইরশাদুল

স্ত্রী-সন্তানের লাশ বিছানায়, স্বামী ঝুলছিলেন রশিতে 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা নিয়ে মুখ খুললেন সাকিব

৫ মাস পর পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলল ভারত

জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলেন ৬ ভাই, শহীদ হলেন রাসেল

এবার ঢাকার সড়কে বসছে ‘রিকশা ট্র্যাপার’

১০

সৌদিতে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

১১

প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের নজর যেসব বিষয়ে

১২

ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

১৩

‘বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন চায় না’

১৪

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

১৫

আ.লীগ নেতাকে অপহরণ করে কোটি টাকা দাবি বিএনপি নেতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় জমি লিখে না দেওয়ায় স্বামীকে কোপালেন স্ত্রী

১৭

বায়ুদূষণের শীর্ষে লাহোর, কী অবস্থা ঢাকার

১৮

টাঙ্গাইলে ভিক্ষুককে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই

১৯

সৌদির মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখান করল বুর্কিনা ফাসো

২০
X